বিভাজনের রাজনীতি করে বিজেপি। এই কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বসবাসকারী মাহাতোরা তাঁদের তফসিলি জনজাতি হিসেবে ঘোষণাꦇ করার দাবি বহুদিন ধরে জানিয়ে আসছেন। এবার পুরুলিয়ার সভা থেকে 🌳তাঁদের সেই দাবিকে মান্যতা দিয়ে মোট সংখ্যা জানতে সমীক্ষা করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই মাহাতোদের দাবিকে সমর্থন জানিয়ে সমীক্ষা করার কথা জানান মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা সরাসরি জানান, মাহাতোদের তফসিলি জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়ার এক্তিয়ার রাজ্যের নেই। সেটা কেন্দ্রের হাতে আছে।
সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিভেদের রাজনীতি করতে পারে বিজেপি। তাই আগাম মানুষজনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মাহাতোদের বলব, আদিবাসী ও মাহাতোদের মধ্যে আমি ঝগড়া লাগাতে চাই না। আপনাদের যা আছে আমরা করে দেব। মাহাতোদের বহুদিনের দাবি, তাদের তফসিলি জনজাতি হিসাবে ঘোষণা করা হোক। এটা আমার হাতে নেই। তবে কোন কো♍ন জিয়োগ্রাফিক অঞ্চলে মাহাতোরা থাকেন সেটার একচুয়াল পার্সেন্টেজ পেতে একটা সার্ভে করছি। যেমন আদিবাসীদের পার্সেন্টেজ এখানে ৬ শতাংশ। আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনও সমস্যা না হয়। সেটাও দেখতে হবে। যদি কোনও অভিযোগ থাকে, আদিবাসী ভাইবোনেরা জানাবেন। মাহাতো ভাইবোনেরা আপনাদের সমস্যা আমি দেখে দেব। দয়া করে ভোট এলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না।’
আরও পড়ুন: গুরুচাঁদ ঠ🅺াকুরের নামে রাস্তার উদ্বোধন করছে তৃণমূল, মতুয়া ভোট নি♉য়ে টানাটানি