‘ধর্মীয় পর্যটন’ এই কথা বাজেট পেশ করার সময় শোনা গিয়েছিল কেন্দ্রীয অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের গলায়। আর এই ধর্মীয পর্যটনের প্রসারের জন্য রাজ্যগুলিকে উৎসাহ দেওয়া হবে। নির্মলা সীতারামনের কথা প্রকাশ্যে আসার মধ্যেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক এবং মায়াপুর ইসকন নিয়ে আবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বোঝা যায়, কেন্দ্রীয় সরকার আজ 💎যা বলছে বাংলায় তা আগেই হꦗয়ে গিয়েছে। এই বার্তা দিতেই সরব হন মুখ্যমন্ত্রী।
এদিকে রামমন্দির হয়ে গিয়েছে। রামলালা♚র প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গিয়েছে। তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ধর্মীয় পর্যটন প্রসারের জন্য রাজ্যগুলিকে বিনা সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন সীতারামন। আর এই মন্তব্যের মধ্যেই নদিয়ায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘নব🌞দ্বীপ ধাম হেরিটেজ টাউন হচ্ছে। ইসকনকে ৭০০ একর জমি দিয়েছি। ওখানে তীর্থনগরী তৈরি হচ্ছে।’ সুতরাং ধর্মীয় পর্যটনের কাজ বাংলা করে যাচ্ছে। এই বার্তা তিনি দিয়ে দিয়েছেন। তাহলে কি বিনা সুদে দীর্ঘমেয়াদি ঋণ মিলবে? উঠছে প্রশ্ন। যদিও রাজ্যের বকেয়া এখনও মেলেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে রেলের সঙ্গে বিরোধের কথাও তোলেন। দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের একটা অংশ সরানো নিয়ে মেট্রো রেলের সঙ্গে রাজ্য সরকারের মতপার্থক্য চলছিল। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আবার বলে কি না, দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙবে। স্কাইওয়াক আমি বুকের পাটা দিয়ে রক্ষা করব।’ কলকাতা মেট্রো রেলের মু🧔খ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে বলেন, ‘আমরা কখনও ওই স্কাইওয়াক ভাঙার কথা বলিনি।’ সুতরাং নির্মলা সীতারামন বাজেট পেশের সময় যা বলেছেন তার কার্যত নাম না করে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।💛
আরও পড়ুন: আশা–অঙ্গনওয়াড়ি কর্মীদে♋র আয়ুষ্মান ভ💦ারতের আওতায় আনার প্রস্তাব, আছে স্বাস্থ্যসাথী
তাই কেন্দ্রীয় সরকারের উৎসাহ বাংলার লাগবে না সেটা পরোক্ষে বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘রাজ্য ও𝄹 কেন্দ্র উভয়ের সাহায্য ছাড়া মহাপ্রভুর আদর্শ প্রচারের কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না।’ রাজ্য সরকার এখানে বড় রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে💟ছে। শুধু তাই নয়, একাধিক ধর্মীয় পর্যটনের কাজ করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দিঘায় ‘জগন্নাথ ধাম’ করার কাজ চলছে জোরকদমে। চৈতন্যদেব, অদ্বৈতাচার্য, কৃত্তিবাসের রামায়ণ থেকে শুরু করে মতুয়াদের বড়মায়ের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনায় একটা বড় মার মন্দির গড়ে উঠেছে।