জামাইষষ্ঠ✱ীতে অর্ধদিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে জামাইষষ্ঠীর কারণে আগামী বুধবার (১২ জুন) কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স এবং কলকাতার কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউয়ের অফিস ছাড়া রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি থাকবে। দুপুর দুটোয় ছুটি হয়ে যাবে বলে অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থাৎ সকালে যেমন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়, সেরকম হবে। দুপুর দুটোয় ছুটি হয়ে যাবে। পুরো অফিস বা স্কুল করতে হবে না।
তবে এই প্রথম নয়, আগেও জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটির ঘোষণꦅা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই পরিস্থিতিতে এবারও অর্ধদিবস ছুটি ঘোষণা করা হবে বলে আশায় ছিলেন অনেকে। ভোট মিটতেই সেই ছুটির ঘোষণা করা হল। বজায় রাখা হল রীতি।
DA বৃদ্ধির কোনও ঘোষণা করা হল?
তবে নতুন করে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানোর কোনও ঘোষণা করেনি রাজ্য সরকার। মে থেকেই চার শতাংশ ডিএ বাড়লেও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলন চালাচ্ছেন। আপাতত তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ ডিএ পান। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার হলღ ৫০ শতাংশ। তাঁরা সপ্তম বেতন✤ কমিশনের আওতায় আছেন।
রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া
সেই পরিস্থিতিতে রཧাজ্য সরকারের অর্ধদিবসের ছুটির ঘোষণায় মোটেও প্রসন্ন নন সরকারি কর্মচারীদের একাংশ। বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘কেবল ছুটি দিয়ে বশ করার কৌশল নয়; শিক্ষক, কর্মচারীদের প্রাপ্য ডিএ, গ্র্যাচুইটি বৃদ্ধি-সহ ন্যায়সংগত দাবিগুলিকে মান্যতা দিক সরকার।’
গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বৃদ্ধির দাবি রাজ্য সরকারি কর্মচারীদের
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বেড়েছে। তারপর পশ্চিমবঙ্গের রাজ্য স🍎রকারি কর্মচারীদেরও গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি তোলা হয়েছে। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের সেই দাবি নিয়ে আপাতত নবান্নরে তরফে কোনও মন্তব্য করা হয়নি।