এবার দু🔜র্গাপুজোয় লম্বা ছুটি পড়েছে। চতুর্থী থেকে একেবারে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি থাকছে। সেইসঙ্গে কালীপুজোয় পরপর ছুটি পাওয়া যাবে। ইদেও দু'দিন ছুটি আছে। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কবে কবে ছুটি দেওয়া হয়েছে, সেই তালিকা দেখে নিন -
১) ১২ জানুয়ারি: স্বꦜা🥃মী বিবেকানন্দের জন্মজয়ন্তী (বৃহস্পতিবার)।
২) ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচ🔯ন্দ্র বসুর জন্𒐪মজয়ন্তী (সোমবার)।
৩) ২৫ জানুয়ারি: সরস্বতী পুজোর আগেরদিন (বুধবার)।
৪) ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পಞুজো (বৃহস্পতিবার)।
৫) ১৪ ফেꦬব্রুয়ারি: পঞ্চানন বর্মার জন্মদিবস (মঙ্গলবার)।
৬) ১৮ ফেব্রুয়ারি: শিবরাত্রি (শনিবার)।
৭) ৭ মার্চ: দোলযাত্রা (মঙ্গলবার)।
৮)𓃲 ৮ মার্চ: হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত (বুধবার)।
৯) ৪ এপ্রিল: মহাবীর জয়ন্তী (মঙ্গলবার)।
১০) ৭ এপ্রিল: গুড ফ্রাইডে (শুক্রবার)।
১১) ১৪ এপ্রিল: বি আর আম্বে𒁃দক𒈔রের জন্মজয়ন্তী (শুক্রবার)।
১২) ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ (শনিবার)।
১৩) ২১ এপ্রিল: ইদ-উল-ফিতরের আগেরদিন (শুক্রবার)।
১৪) ২২ এপ্রিল: ইদ-উল-ফিতর (শনিবার)।
১৫) ১ মে: মে দিবস (সোমবার)।
১৬) ৫ মে: বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত ⛎রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী (শꦕুক্রবার)।
১৭) ৯ মে: রবীন্দ্র জয়ন্তী (মঙ্গলবার)।
১৮) ২০ জুন: রথযাত্রা (মঙ্গলবার)।
১৯) ২৯ জুন: বকরি ইদ (বৃহস্পতিবার)।
২০) ২৯ জুলাই: মহরম (শনিবার)।
২১) ১৫ অগস্ট: স্বাধীনতা দিবস (মঙ্গলবার)।
২২) ৩০ অগস্ট: রাখি পূর্ণিমা (বুধবার)।
২৩) ৬ সেপ্টেম্বর: জন্মাষ্টমী (বুধবার)।
২৪) ২৯ সেপ্টেম্বর: ফতোয়া🔥-দোয়াজ🍰-দাহাম (বৃহস্পতিবার)।
২৫) ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী (সোমবার)।
২৬) ১৪ অক্টোবর থেকে 🏅২৮ অক্টোবর: দুর্গাপুজোর চতুর্থী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুট🌌ি থাকবে।
২৭) ১২ নভেম্বর: কালীপুজো (রবিবার)।
২৮) ১৩ নভেম্বর: কালীপুজোর অতির❀িক্ত ছুটি (সোমবার)।
২꧅৯) ১৪ নভেম্বর:▨ কালীপুজোর অতিরিক্ত ছুটি (মঙ্গলবার)।
৩০) ১৫ নভেꦍম্বর: ভাইফোঁটা এবং বিরসা মুন্ডাℱর জন্মদিবস (বুধবার)
৩১) ১৬ নভেম্বর: ভাইফোঁটার পরদিন (বৃহস্পতিবার)।
৩২) ১৯ নভেম্বর: ছটপুজো (রবিবার)।
৩🐼৩) ২০ নভেম্বর: ছটপুজোর জন্য বাড়তি ছুটি (সোমবার)।
৩৪) ২৭ নভেম্বর: গুরু নানকের জন্মজয়ন্তী (সোমবার)।
৩৫) ২৫ ডিসেম্বর: বড়দিন (সোমবার)।
আরও পড়ুন: Long Weekends in 2023: ♑ঘোরার জন্য ২০২৩ সা🐷ল একেবারে সেরা! আছে ১৯ লম্বা উইকেন্ড, দেখুন পুরো তালিকা
সেইসঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামী ৫ ফেব্রুয়ারি ছুটি থাকবে। শুধুমাত্র গুরু রবিদাসের অনুগামীরা ছুটি পাবেন। সেইসঙ্গে আরও দুটি সম্প্রদায়গত ছুটি আছে। ইস্টার স্যাটারডে'র জন্য ৮ এপ্রিল (খ্রিস্টান) এবং হুল দিবল উপলক্ষ্যে ৩ꦏ০ জুন ছুটি থাকবে (আদিবাসী সম্প্রদায়)। করম পুজোয় ছুটি থাকবে। তবে ছুটির দিন জানানো হয়নি। সেইসঙ্গে ক𓂃বি ভানুভক্তের জন্মদিবস উপলক্ষ্যে ১৩ জুলাই (বৃহস্পতিবার) দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুল ছুটি থাকবে বলে জানানো হয়েছে।