রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Result 2022)। শুক্রবার (৩ জুন) সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা প🅺র্ষদ। তারপর সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। সকাল ১০ টার আগে সেটা সম্ভব হবে না বলে জানিয়েছে পর্ষদ। সেদিনই পড়ুয়াদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওযার পরামর্🎃꧋শ দিয়েছি।
আরও পড়ুন - Madhyamik Result Live: কিছুক্ষণে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল,কোথায় দেখবেন রেজাল্ট
কীভাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলায়’ মাধ্যমিকের (WBBSE 10th Results 2022) রেজাল্ট দেখতে পাবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) সাইটে আসতে হবে।
২) মাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দ🐎িতে হবে♎। সিকিউরিটি কোড দিতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট (WB Class 10th Results 2022) দেখতে পাবেন?
১) wbbse.wb.gov.in ꦿবা wbresults.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBBSE class 10th Result𝕴s' লিঙ্কে ক্লিক করতে হ💜বে।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
মাধ্যমিক পরীক্ষা ২০২২
করোনাভাইরাসের ধাক্কায় গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক পরীক♏্ষার (Madhyamik 2022) আয়োজন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। গত ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ১৬ মার্চ। সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে শুরু হয়েছিল পরীক্ষা। চলেছিল দুপুর তিনটে পর্যন্ত। করোনা পরিস্থিতিতে একটি♉ বেঞ্চে একজন পরীক্ষার্থীকে বসতে দেওয়া হয়েছিল। সেজন্য পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছিল।
এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা
এবার মাধ্যমিক মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 💙১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। যা রেকর্ড। এবার যেখানে ছাত্রের সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ৫৯ হাজার, সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ২০২০ সালে (অফলাইনেই মাধ্যমিক হয়েছিল) অবশ্য পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল। সেই বছর মোট ১০ লাখ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষা দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল ৪ লাখ ৩৭ হাজারের মতো। ৫ লাখ ৭৬ হাজার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
মাধ্যমিকে পাশের হার
২০২০ সালের মাধ্যম🦩িকে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। যা সেইসময় রেকর্ড ছিল। জেলাভিত্তিক পাশের হারে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর (৯৬.৫৯ শতাংশ)। তারপর ছিল যথাক্রমে পশ্চিম মেদিনীপুর (৯২.১৬ শতাংশ) এবং কলকাতা (৯১.০৭ শতাংশ)। গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। ছাত্র এবং ছাত্রীদের পাশের হার ছিল যথাক্রমে ৮৯.৮৭ শতাংশ এবং ৮৩.৪৭ শতাংশ। মূল্যায়নের মাধ্যমে যে ফলাফল প্রকাশিত হয়েছিল, তাতে পাশের হার ১০০ শতাংশ ছিল।
দু'বছর আগে (২০২০ সাল) মাধ্যমিকে প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র অরিত্র পাল। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬৯৪। দ্বিতীয় স্থানে ছিল দু'জন (প্রাপ্ত নম্বর ৬৯৩)। গত বছর মাধ্যমিকে প্রথম হয়েছিল ৭৯ জন। তাদের প💙্রাপ্ত নম্বর ছিল ৬৯৭। তবে পরীক্ষা না হওয়ায় গত বছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি।