আগামিকাল (শুক্রবার, ১০ জুন) প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২ টা থেকে পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) থেকে রেজাল্ট জানতে পারবেন।
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (WBCHSE 12th HS Results 2022) জানতে পারবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) সাইটে আসতে হবে।
২) উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) স্ক্রিনে উচ্চ মাধ🐠্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখুন।
কীভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল (WBCHSE HS Result 2022) জানতে পারবেন?
১) wbresults.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBCHSE claဣss 12 result๊s' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ꦦষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
কবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন?
এবার ফলাফল প্রকাশের দিনই উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে মিলবে না। ফল প্রকাশের ১০ দিন পর মার্কশিট মিলবে। সংসদের তরফে জানানো হয়েছে, এবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এত দ্রুত ফলপ্রকাশ করা হওয়ায় এখনও মജার্কশিট ছাপানোর কাজ চলছে। তাই অন্যবারের মতো ফলাফল প্রকাশের দিনই মার্কশিট দেওয়া হবে না। আগামী ২০ জুন সংসদের নির্ধারিত ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট, সার্টিফিকেট দেওয়া হবে।
কোন নথি দেখিয়ে কলেজে ভরতির আবেদন করতে হবে?
সংসদের তরফে জানানো🌌 হয়েছে, এবার ওয়েবসাইটে ফলাফল দেখার সময় মার্কশিটের সফট কপি ডাউনলোড করতে পারবেন। যা হুবহু আসল মার্কশিটের মতোই হবে।