সিএএ নিয়ে এর আগেও বার বারই সুর চড়িয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপির অন্দরে বিক্ষুব্ধদের নিয়ে যখন কার্যত ঝড় উঠেছে বাংলা জুড়ে, তখনই ফের সেই সিএএ ইস্যুতে মুখ খুললেন শান্তনু ঠাকুর। এদিকে দলের অন্দরের ক্ষোভ নিয়েও দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ জানাবেন তিনি। বাজেট অধিবেশনে যোগ দিতে রবিবারই দিল্লি রওনা হন তিনি। পাশাপাশি এদিন তিনি ইঙ্গিত দেন, সিএএ কার্যকর করা মতুয়াদের দাবি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্তনু ঠাকুর বলেন, সব বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলব। এগুলো তো বাস্তবিক বিষয়। সিএএ নিয়ে একটা পিরিয়ড ছিল। একটা সময় আছে। সেটা কেটেছে। সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। আমাদের মানুষের একটা বিষয় আছে। এটা নিয়ে পরিষ্কার না হলে আমাদের একটা অ্য়াসোসিয়েশন আছে। সংগঠন থেকে আমাদের ওপর প্রেসার আসছে। সেটা তো বুঝতে হবে। মতুয়াদের দাবি পূরণ না হওয়া নিয়ে এমনটাই জানালেন শান্তনু ঠাকুর। এদিকে গত বিধানসভা নির্বাচনের আগেও সিএএ নিয়ে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল বিজেপি নেতৃত্বের গলায়। এদিকে এবার মতুয়া ভোট ব্যাঙ্ককে নিজেদের অনুকূলে আনতে নানা পন্থা নেয় গেরুয়া শিবির। তার নিরিখে বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নেননি মতুয়ারাও। কিন্তু শেষ পর্যন্ত সিএএ কার্যকর নিয়ে কেন্দ্র কোন অবস্থান নিচ্ছে তা নিয়ে এখন মতুয়ারাও বিভ্রান্ত। সেনিয়েই এদিন ইঙ্গিত দিলেন শান্তনু ঠাকুর।