চা বাগান নিয়ে নানা সময় নানা কথা ওঠে। এবার দার্জিলিং সফরে গিয়েও পাহাড়ের নানা দিক নিয়ে খোঁজখবর নিয়েছিলেন বাংলার মুখ্🔯যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিকে পাহাড়ের চা বাগানের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখতে চায় রাজ্য সরকার। তবে এবার শ্রমিক🤡 সংগঠনের মধ্যে এনিয়ে নানা মত উঠে আসছে।
প্রসঙ্গত গত ১৬ নভেম্বর শিলিগুড়ির শ্রম ভবনে পাহাড়ের চা বাগানের বোনাস সংক্রান্ত ব্যাপারে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে চা বাগানের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়𒁏টি সামনে আসে। এদিকে শ্রম দফতর বাগানের পরিস্থিতি কেমন রয়েছে সেব্যাপারে খোঁজখবর রাখে।♕ তবে এবার সরকারের তরফে বাগানের আর্থিক অবস্থা নিয়ে খোঁজখবর করা হবে।
দার্জিলিং মানেই দার্জিলিং টি। প্রচুর শ্রমিক এই চায়ের উৎপাদনের সঙ্গে ♏যুক্ত। কিন্তু তাঁদের অনেকের জীবনে আজও আলো আসে না। নানা সমস্যায় জর্জরিত তাঁদের জীবন। সময়মতো বোনাস মেলে না। পর্যাপ্ত মজুরি মেলে না।
তবে শ্রমিক নেতাদের একাংশের মতে, বোনাসের সঙ্গে বাগা🥃নের পরিস্থিতি গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। কারণ এখন যদি বাগান ধরে ধরে তাদের আর্ꦦথিক অবস্থা বিচার বিশ্লেষন করতে হয় তবে অনেকদিন কেটে যাবে। সেকারণে বোনাসের ব্যাপারটি সম্পূর্ণ আলাদাভাবে রাখা দরকার। আর বাগানের আর্থিক অবস্থা খতিয়ে দেখার বিষয়টি আলাদা করা দরকার।