আবার কি রাজ্যে ফের ফিরছে লকডাউন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যেহেতু উৎসবের মরশুমে যে যে রাজ্যগুলির পরিস্থিতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে চিন্তার কারণ হিসেবে দাঁড়িয়েছিল, তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গের নামও৷ তাই এইꦅ প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই প্রশ্নকে ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এইসব গুজব। গুজবে কান দেবেন না।
দুর্গাপুজোয় হাইকোর্টের রায়ে পুজো মণ্ডপে ঝুলেছিল নো এন্ট্রি বোর্ড৷ সুতরাং করোনাভাইরাস পরিস্থিতিতে প্যান্ডেলে ঘোরা আর হয়নি উৎসব প্রিয় বাঙালির৷ এবারꦚ দুর্গাপুজো কেটে গিয়ে লক্ষ্মীর আরাধনা শুরু করেছেন বাঙালিরা৷ তাই দুর্গা প্রতিমা বিসর্জনের সঙ্গে শেষ হয়নি উৎসবের আমেজ৷ যে কারণে রাস্তাঘাটে কিছুটা হলেও বাড়তে পারে ভিড় এবং সেখান থেকে ছড়༺াতে পারে করোনার সংক্রমণ৷ তাহলে কি ফের লকডাউনের জল্পনাই সত্যি হবে? এমন ভাবনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ভীষণভাবে ভাইরাল হয়েছে, যাতে লেখা যে বৃহস্পতিবার থেকে আরও একবার ৪৮ ঘণ্টার লকডাউনের পথে হাঁটবে রাজ্য৷
অবশেষে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই বার্তা ভুয়ো৷ শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই বার্তাটি ভাইরাল করা হয়েছে৷ কোনও যুক্তি🦂 নেই এবং এই বার্তাটির সমর্থনেও কোনও সরকারি নথি নেই𓆉৷ অতএব এটিকে বিশ্বাস করার কোনও প্রয়োজন নেই৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি ভিডিয়ো তৈরি করে তা তুলে ধরা হয়েছে সংবাদমাধ্যমের কাছে। যেখানে এই লকডাউন নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে ভুয়ো বলা হয়েছে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় যে মেসেজটি ভাইরাল হচ্ছে তা নিয়ে অযথা মানুষের মধ্যে ভীতি বাড়ছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন৷ তাই ভুয়ো খবর সম্প্রচার করলে বা এই ধরনের ভুয়ো মেসেজ ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুল꧟িশ৷ এটি একটি পুরনো মেসেজ যা নতুন করে ছড়িয়ে দিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ৷