বিডিও’র সামনেই নিগৃহীত হলেন মহিলা পঞ্চায়েত প্রধান! আর এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে অধীররঞ্জন চৌধুরীর জে🎃লায়। ওসি এবং বিডিও’র সামনেই মহিলা পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে মারধর করা হয়েছꦅে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের খয়রামারী গ্রাম পঞ্চায়েতে। অথচ কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি বলেও অভিযোগ।
ঠিক কী ঘটেছে? পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি’র অভিযোগ, কয়েকদিন আগে পঞ্চায়েতের সচিব এবং সদস্যরা মিলে বিডিও’র কাছে মিথ্যা অভিযোগ করেছিলেন, পঞ্চায়েতের জিনিস বাড়ি নিয়ে গিয়েছেন তিনি। তারই তদন্তে বৃহস্পতিবার বিডিও শোভন দাস এবং সাগরপাড়া থানার ওসি বিশ্বজিৎ হালদার পঞ্চায়েতে আ🥂সেন। আর সেলিনাকেও ডাকা হয়। সেলিনা বিবি’র অভিযোগ, বিডি’র সামনে উপস্থিত হতেই বিজেপি কংগ্রেস–সিপিআইএমের দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় এবং মারধরও করে।
তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খয়রামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ঝন্📖টু বিশ্বাস। তিনি বলেন, ‘নানা দুর্নীতি করেছেন এই প্রধান। নিষেধ করলেও শোনেননি। শুধু তাই নয় গত নির্বাচনে দলের বিরোধিতা করেছেন। তাই পঞ্চায়েতের ১১ জন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থার কাগজ জমা দিয়েছেন।’
আর সেলিনা বিবির দাবি ঝন্টু বিশ্বাস দলের কেউ নন। ওঁরা বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএমের সঙ্গে মিশে অশান্তি করছে। বিডিও শোভন দাস বলেন, ‘এলাকার মানুষ প্রধানের উপর ক্ষুব্ধ। পঞ্চায়েতে যেতেই তাঁরা ক্ষেপে ওঠেন।👍 ওসি এবং আমি মিলে পরিস্থিতি সামলে প্রধানকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়েছি।’