চূড়া♐ন্ত অমানবিক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক। ভয় দেখিয়ে জোর করে এক শিশুকে খাওয়ানো হল কেঁচো! শুধু তাই নয়, শিশুর কেঁচো খাওয়ার ভিডিয়ো তোলা হল এবং তা ভাইরাল করা হল সোশ্যাল মাধ্যমে এমনই অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি প্রকা𝐆শ্যে আসতেই সমালোচনা ঝড় উঠেছে। নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ভেলকিপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভেলকিপাড়ার বাসিন্দা সুভাষ বর্মনের ৯ বছরের ছেলেকে জোর করে ভয় দেখিয়ে ওকেঁচো খাওয়ানো হয়। ঘটনাটি ঘটেছে সোমবার। তবে প্রথমে বিষয়টি জানতে পারিনি শিশুর পরিবার। তাঁদের অভিযোগ, ঘটনার দিন ভেলকিপাড়ার পাশে আদর্শপল্লীতে বন্ধুদের সঙ্গে অন্যান্য দিনের মতোই খেলতে গিয়েছিল শিশুটি। সেখানে স্থানীয় যুবক শিটন রায় ওই শিশুকে ৫ টাকার লোভ দেখিয়ে জোর করে কেঁচো খেতে বা🌄ধ্য করে। শিশুটি কেঁচো না খেতে চাইলে ভয়ও দেখায় ওই যﷺুবক। এমনকী তাকে মারধরও করে। এরপর কেঁচো খাওয়ার ভিডিয়ো করে ওই যুবক। ঘটনায় বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে যায় শিশুটি। তবে সেদিন ভয়ে বাড়িতে কাউকে কিছু বলতে পারেনি ওই শিশু।
পরে শিশুটির বাবা সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি দেখতে পাওয়ার পর ছেলেকে জিজ্ঞেস করে। এরপরে শিশু সমস্ত কꦬথা খ𝓀ুলে বলে। এমন অমানবিক ঘটনায় শিউরে ওঠেন শিশুর বাবা-মা। অভিযুক্তের শাস্তির দাবিতে তাঁরা আমবাড়ি ফালাকাটা ফাঁড়িতে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান। পরে অভিযোগ পেয়ে যুবককে গ্রেফতার করে পুলিশ। এই ধরনের ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটে সেই আর্জি জানিয়েছেন শিশুর বাবা-মা। শিশুর বাবা জানিয়েছেন, তিনি কেরলে কাজ করেন। বুধবার বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে তিনি নিজের মোবাইলে ছেলের কেঁচো খাওয়ার ভিডিয়ো দেখতে পান। এরপরে তিনি থানায় অভিযোগ জানান। তিনি চাইছেন, ভবিষ্যতে এরকম ঘটনা যাতে আরও কারও সঙ্গে না করা হয়।