মাওবাদী আতঙ্কের মধ্যে ঝাড়গ্রামে গুলিবিদ൩্ধ হলেন এক যুবক। বাইকে চেপে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই যুবককে হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলꦛিশ।
শনিবার দুপুরে বাইকে চেপে আগুইবনি ছয় নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন চন্দ্রীর নয়াগ্ৰামের বাসিন্দা সুদীপ মহাপাত্র (২৫)। নেতুরা এবং চন্দ্রীর মধ্যে বাইকে করে দুই দুষ্কৃতী তাঁকে ধাওয়া করতে থাকে। সুদীপ না দাঁড়ানোয় দুষ্কৃতীরা শূন্যে এক র𝓀াউন্ড গুলি চালায়। তারপরও বাইক না থামানোয় সুদীপকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সুদীপের গায়ে গুলি লাগে। দ্রুত তাঁকে উদ্ধার করে ভরতি করা হয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: বিকেল হলেই বন্ধ হয়ে🌠 যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস, জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক
সুদীপ জানিয়েছেন, রেশন দোকানের কাজে যাচ্ছিলেন। সেইসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাইকে চেপে আসা দু'জন তাঁকে লক্ষ্য করে গুল💧ি চালায়। তবে ওই দু'জনকে চিনতে পারেননি বলে জানিয়েছেন সুদীপ। তাঁর পরিবারের দাবি, সুদীপের মোবাইল, টাকা ছিনতাই করা হয়েছে। সুদীপের বাইকও নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
এমনিতে গত কয়েক সপ্তাহ ধরে ঝাড়গ্রা💮ম-সহ জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় মাওবাদীদের নাম করে পোস্টার পড়ছে। শনিবারই ঝাড়গ্রাম শহর সংলগ্ন মানিকপাড়া এলাকায় মাওবাদীদের নাম করে পোস্টার ফেলা হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘কিষেণজি অমর রহে। এতদিন তৃণমূল খেলেছে জনগণের সঙ্গে। এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে।’
আরও পড়ুন: ‘এবার মাওবাদী খেলবে ত🍬ৃণমূল নেতাদের সঙ্গে’, পোস্টার ঘিরে আলোড়ন 🅺ঝাড়গ্রামে
সেই প♏রিস্থিতিতে সুুদীপের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাওবাদী আতঙ্ক চেপে বসেছে। তবে কারা সেই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানান, এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। কেন তাঁর উপর গুলি চালানো হয়েছে, তা বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।