বাংলা নিউজ > বিষয় > Jhagram
Jhagram
সেরা খবর
সেরা ভিডিয়ো

বুথ স্লিপ বিলির সময় ‘দিচ্ছেন’ বিজেপির সংকল্পপত্র। এক বুথ লেভেল অফিসারের (বিএলও) বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। ঘটনাটি ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের। তৃণমূলের দাবি, দিনকয়েক ধরেই বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্পপত্র দিচ্ছেন ওই বিএলও। যিনি আদতে আইসিডিএস কর্মী। তবে ভিডিয়োয় এক মহিলা জানিয়েছেন, বুথ স্লিপ দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপির সংকল্পপত্র দিয়েছে বিএলও। যাঁর হাতে♛ সেই সময় বুথ স্লিপ ছিল বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, ওই বিএলওকে ইতিমধ্যে শো-কজ করেছে কমিশন।