IPL 2025 PBKS vs KKR Two teams probable XI: আইপিএল ২০২৫ এর ৩১তম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।ꦇ জেনে নিন দুই দল তাদের কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ। পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি অনুষ্ঠিত হবে মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়ামে।
কলকাতা নাইট রাইডার্🍷স (KKR) ও পঞ্জাব কিংস (PBKS)-এর মধ্যকার আইপিএলের দ্বৈরথ বরাবরই রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর হয়ে থাকে। এই লড়াইকে অনেকেই শাহরুখ বনাম প্রীতির লড়াই বলে থাকেন। তবে এবারে এই ছবিটা বদ༒লাবে। কারণ এবারের লড়াইটা হবে শ্রেয়স আইয়ার বনাম কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের মর্যাদাপূর্ণ ট্রফিটা কলকাতা নাইট রাইডার্স তিনবার জিতেছে। অন্যদিকে, পঞ্জাব কিংস একমাত্রবারের মতো ফাইনালে পৌঁছেছিল ২০১৪ সালে, 🌱যেখানে তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া কেকেআরের কাছেই হার মানে। আইপিএলে কলকাতা ও পঞ্জাবের মধ্যকার উত্তেজনাপূর্ণ লড়াইয়ের তথ্য জেনে নিন।
আরও পড়ুন … রাহানে দারুণ শান্ত আর শ্রেয়স… PBKS vs KKR ম্যাচের আগে দু🌠ই ক্যাপ্টেনের পার্থক্য বোঝ🍨ালেন KKR-র রমনদীপ সিং
KKR vs PBKS Head to Head রেকর্ড এক নজরে-
আইপিএল-এর ইত🌟িহাসে এই দুই দল মোট ৩৩ বার মুখোমুখি হয়েছে।
কলকাতা নাইট রাইডার্স জিতেছে- ২১ বার
পঞ্জাব কিংস জিতেছে- ১২ বার
এই প্রতিদ্ব𝐆ন্দ্বিতা বরাবরই উত্তেজনায় ভরপুর, এবং আগামী ম্যাচেও এর ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন … ‘আমি❀ কেন?’ প্রায় ৫ বছর পরে ম্যাচের সের⛄া পুরস্কার জিতেও খুশি নন ধোনি! কারণ জানলে অবাক হবেন
পঞ্জাব কিংস (PBKS):
IPL 2025-এ পাঁচটি ম্যাচ খেলে তিনটি জয় ও দুটি হারের ফলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্জাব কিংস। শেষ ম্যাচে তারা𝔉🔯 সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৪৫ রান করেও হেরে গিয়েছিল। ফলে তারা ঘরের মাঠে ফিরে জয়ের ধারায় ফিরতে মরিয়া ছিল।
কলকাতা নাইট রাইডার্স (KKR):
শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চাঙ্গা কেকেআর ছয় ম🐼্যাচে তিনটি জয় ও তিনটি হারের ফলে পঞ্চম স্থানে রয়েছে। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন … লখউ বনাম চেন্ন🌜াই ম্যাচের পরে অরেঞ্জ ক্যাপ ও বেগুনি টুপি কাদের দখলে? দেখুন তালিকা
দুই দলের সম্ভাব্য একাদশ
পঞ্জাব কিংস (PBKS) -এর সম্ভাব্য একাদশ:
প্রিয়াং𝐆শ আর্য, প্রভসিমরন 🐽সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, আর্শদীপ সিং, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট প্লেয়ার: যশ ঠাকুর
কলকাতা নাইট রাইডার্স (KKR) -এর সম্ভাব্য একাদশ:
কꩵুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্🐓কু সিং, মইন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্কৃশ রঘুবংশী
চোট ও অনুপস্থিতি:
লকি✅ ফার্গুসন শেষ ম্যাচে চোট পেয়েছিলেন, ফলে তিনি এই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে♎।
পিচ রিপোর্ট:
মুল্ল𓂃ানপুরের এই পিচ ব্যালান্সড থাকবে। অর্থাৎ পেসার ও স্পিনার উভয়েরই সহায়তা মিলবে। দুই দলই এই মাঠে টস জিতে রান তাড়া 🔴করাকেই পছন্দ করবে বলে মনে করা হচ্ছে।