ꦍ Ajinkya Rahane vs Shreyas Iyer: ‘ফিনিশার’ হতে চান রমনদীপ সিং। পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে দলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও লক্ষ্যের কথা জানালেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা। এর সঙ্গে গম্ভীরের না থাকা ও রাহানের সঙ্গে শ্রেয়সের পার্থক্যটা বুঝিয়ে দিলেন রমনদীপ সিং। চলতি আইপিএল ২০২৫ মরশুমে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ছয়টি ম্যাচ খেললেও মাত্র তিনটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন রমনদীপ সিং। তবে দলকে জেতাতে বড় কোনও ইনিংস খেলতে পারেননি তিনি। তবে ‘ফিনিশার’ ট্যাগ পাওয়ার জন্য এখন এমন ইনিংস খেলতে চান তিনি।
♉পঞ্জাবের এই পাওয়ার হিটার এখন ধোনির মতো ‘ফিনিশার’ হতে চান। গত বছর দলের আইপিএল জয়ী অভিযানে ১৩টি ম্যাচে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ১২৫ রান করেছিলেন রমনদীপ সিং। তখন কেকেআরের কোচ ছিলেন গৌতম গম্ভীর। এবারও ‘ফিনিশার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান রমনদীপ, যেখানে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার মতো ফিনিশারদের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।
নিজেকে দলের ফিনিশার করতে চান রমনদীপ সিং
🌳পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠ নামার আগে রমনদীপ বলেন, ‘কেকেআর আমাকে ৫, ৬ বা ৭ নম্বরে ব্যাট করতে বলেছে এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে বলেছে, যাতে দলকে জেতাতে পারি। আমরা প্রতিটি ম্যাচ থেকে কিছু না কিছু শিখি, যা আমাদের নিজের খেলা বিশ্লেষণ করতেও সাহায্য করে। আমার লক্ষ্য হল নিজেকে দলের জন্য ম্যাচ উইনার হিসেবে তৈরি করা। আমি আমার ইনিংসের প্রথম বল থেকেই নির্ভয় থাকার চেষ্টা করি, বল আমার এলাকায় থাকুক বা না থাকুক। ১৫ ওভারের পর যাই হোক না কেন, আমি নিজেকে ভরসা করি। এবং এটা আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।’
আরও পড়ুন … 𓆏‘আমি কেন?’ প্রায় ৫ বছর পরে ম্যাচের সেরা পুরস্কার জিতেও খুশি নন ধোনি! কারণ জানলে অবাক হবেন
🌟তিনি আরও যোগ করে বলেন, ‘গতবার আইপিএলে ভালো খেলার পর কখনও ভাবিনি আমি ভারতের হয়ে অভিষেক করব। তবে আমার কাজ হল নিজের সেরাটা দেওয়া, ফলাফল নিয়ে না ভাবা। বাকিটা ঈশ্বরের হাতে।’
KKR-এর বর্তমান পারফরম্যান্স ও দলের পরিস্থিতি
ꦡএই মরশুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কেকেআর প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি হেরে শুরু করলেও, পরবর্তী তিন ম্যাচের মধ্যে দুটি জিতেছে। সবশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে চিপকে আট উইকেটে হারিয়েছে কেকেআর। এখন তারা তিনটি জয় ও তিনটি হারের সঙ্গে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে।
আরও পড়ুন … ꦇলখউ বনাম চেন্নাই ম্যাচের পরে অরেঞ্জ ক্যাপ ও বেগুনি টুপি কাদের দখলে? দেখুন তালিকা
রাহানে ও শ্রেয়সের মধ্যে পার্থক্য অনেক- রমনদীপ সিং
𒉰গত বছর গৌতম গম্ভীরের কোচিং বুদ্ধি এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বে শিরোপা জয় করেছিল কেকেআর। এবার গম্ভীর না থাকলেও ব্র্যাভো দলে নিয়ে এসেছেন সেই ‘চ্যাম্পিয়ন মাইন্ডসেট’। এই প্রসঙ্গে রমনদীপ বলেন, ‘গৌতম গম্ভীরের মতো একজন মানুষকে আমরা অবশ্যই মিস করি, তিনি দলে যা এনেছিলেন তা অনন্য। তবে এখন আমাদের কাছে আছে ব্র্যাভো, যিনি ঠিক একই মেন্টালিটি নিয়ে এসেছেন। আর যদি অধিনায়কত্ব নিয়ে বলি, শ্রেয়স এবং অজিঙ্কা—দুজনেই দুর্দান্ত। অজিঙ্কা ডাগআউটে দারুণ শান্ত পরিবেশ রাখেন, তরুণরা তাকে আদর্শ মানে। এই মরশুমে তিনি ফর্মেও রয়েছেন। আর শ্রেয়সের আত্মবিশ্বাস ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা সকলেই জানে। দুজনের স্টাইল আলাদা, কিন্তু দুজনেই দলকে অনেক কিছু দেয়।’
আরও পড়ুন … 🉐৪০ বলে শতরান করেই পকেট থেকে কাগজ বের করলেন SRH-র অভিষেক শর্মা! কী লেখা ছিল তাতে?
চ্যাম্পিয়ন হওয়ার মূল চাবিকাঠি বোলিং-এ লুকিয়ে আছে -রমনদীপ
𝐆এবারের আইপিএলে কেকেআরের ব্যাটিং ও বোলিং দুটোই ওঠানামা করছে। এখনও পর্যন্ত শুধু অজিঙ্কা রাহানে রয়েছেন শীর্ষ ২০ ব্যাটসম্যানের তালিকায় এবং দলের কোনও বোলারই শীর্ষ ১০ উইকেট শিকারির তালিকায় নেই। তবে রমনদীপ আশাবাদী, দলের উন্নতি হচ্ছে।
বরুণ ও নারিন যে কোনও দিন বিপজ্জনক হতে পারেন- রমনদীপ
⭕রমনদীপ সিং বলেন, ‘আমি বিশ্বাস করি, চ্যাম্পিয়নশিপ জিততে হলে বোলিং সবচেয়ে বড় ভূমিকা রাখে। এবং সেটা আমরা জানি। দল প্রতিটি ম্যাচে উন্নতি করছে। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন যেকোনো পিচে বিপজ্জনক হতে পারে এবং নিজেদের দিনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
🍌মঙ্গলবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কেকেআর, আর রামানদীপ প্রস্তুত নিজেকে প্রমাণ করতে।