চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন আরও ১ তৃণমূল নেতা। রানাঘাটের যুব তৃণমূল 💧নেতা সৌভিক ঘোষ ওরফে গুড্ডুকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ করেছেন পার্থ মাইতি নামে এক ব্যক্তি।
আরও পড়ুন: রাতে হয়েছিলেন আটক, সকাল হতেই গ্রেফতার বেඣড়মজুরের তৃণমূল নে𝓀তা অজিত মাইতি
অভিযোগকারী জানিয়꧂েছেন, ২০২০ সালের ডিসেম্🌃বরে দক্ষিণ ২৪ পরগনার হোটর স্টেশনে তাঁর সঙ্গে কয়েকজন যুবকের পরিচয় হয়। নিজেদের রাজ্য সরকারি আধিকারিক বলে পরিচয় দেন তাঁরা। এর পর ওই যুবকের কাছে তাঁরা দাবি করেন, টাকার বিনিময়ে রাজ্য সরকারি গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করবেন তাঁরা।
চাকরির আশায় ওই যুবকদের দফায় দফায় ৯ লক্ষ টাকা দেন পার্থবা🧔বু। ২ বছর পার করলেও✨ নিয়োগ পাননি তিনি। প্রতারিত হয়েছেন বুঝে গত বছর ডায়মন্ড হারবার জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই যুবক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারণায় যুক্ত রয়েছেন রানাঘাটের তৃণমূল নেতা সৌভিক ঘোষ। রবিবার রাতে রানাঘাট লাগোয়া আইসতলা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ঘরে ঢুকে পরপর গুলি, খুন তৃণমূলের উপপ্রধান, অভিযোগের তির জমি ব্য𒉰বসায়ীর দিকে