সোমবার ভূমিকম্পে 🍎কেঁপে উঠল মেঘালয়ে ভারত-বাংলাদেশের সীমাবন্তবর্তী এলাকা। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। ভারত, বাংলাদেশ ছাড়াও এই কম্পন অনুভূত হয় মায়ানমার, ভূটানের বহু জায়গায়। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। জানা গিয়েছে বাংলাদেশের সিলেটে এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল।
জানা গিয়েছে, মেঘালয়ের ডাউকি সীমান্তের কাছে এই ভূমি🐟কম্পের তীব্রতা অনুভূত হয়েছে। বাংলাদেশের সিলেটের কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। ওই এলাকা ভারত ও বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। তবে ভূমিকম্পের ফলে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। এদিকে, ভারতে অসমেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যে ৮.১৯ মিনিট নাগাদ এই প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে চেরাপুঞ্জি থেকে দক্ষিণ পূর্ব দিকে ৪৯ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের ৬.২ মাইল গভীরতার তথ্যও উঠে এসেছে। এদিকে, এর কিছুদিন আগেই দিল্লি এনসিআর-এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
সদ্য দিল্লি এনসিআর-এ ভূমিকম্পের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেবার রাত ৯.৩৪ মিনিট না𓆏গাদ কেঁপে ওঠে দিল্লি এনসিআর। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছিল জম্মু ও কাশ্মীরের গুলমার্গে। সেবার ভূমিকম্পের এপিসেন্টার ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতের কাছে একটি এলাকা। সেবার ভূমিকম্প অনুভূত হয়েছিল পাকিস্তানেও। এর আগে বহুবার জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়েছে। জুন মাসে ছোট বড় মিলিয়ে মোট ১২ টি কম্পন দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীরে। এর আগে ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ৪.৯ রিখটার স্কেলের কম্পনের মাত্রা নিয়ে ভূমিকম্প অনুভূত হয়। এছাড়াও গত ১৩ জুন জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। ওই কম্পনের জেরে বহু বাড়িতে সেখানে ফাটল দেখা গিয়েছিল।