যে ছবিটি পোস🐓্ট করা হয়েছে এই বক্তব্যের সঙ্গে, সেই ছবি নিয়েই যাবতীয় প্রশ্ন। এই ভাইরাল পোস্টে থাকা ছবিটি আদৌ বিহারের কি না, তা নিয়ে ছিল প্রশ্ন।
বিহারে গত বেশ কিছু মাসে পর পর ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে এক সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রমাগত ভাইরাল হয়েছে। পোস্টে প্রশ্ন তোলা হয়েছে বিহারের ব্রিজগুলির পরিস্থিতি নিয়ে। তবে যে ছবিট🎉ি পোস্ট করা হয়েছে এই বক্তব্যের সঙ্গে, সেই ছবি নিয়েই যাবতীয় প্রশ্ন। এই ভাইরাল পোস্টে থাকা ছবিটি আদৌ বিহারের কি না, তা নিয়ে ছিল প্রশ্ন।
যে ছবিটি সেখানে পোস্ট করা ꦰহয়েছে, ��সেই ছবি একবার দেখে নেওয়া যাক।
এই পোস্টে লেখা রয়েছে, ‘হাসবেন না। একবার ভাবুন যে আমাদের দেশ কোথায় যাচ্ছে। দেশের কোটি কোটি মানুষের কর দানের কী ফল মিলছে দেখুন। সরকার এমন টেন্ডর সেই সংস্থাগুলিকেই কেন দিচ্ছে, যার সঙ্গে তার রাজনৈতিক যোগ রয়েছে। কেন বিহারে প্রতি সপ্তাহে কোনও না কোনও ব্রিজ পড়ে যাচ্ছে?’ এমন পোস্ট দেওয়ার পর থেকেই তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এনডিটিভির খবর অনুযায়ী, এই পেস্টে যে ছবি দেওয়া রয়েছে তা বিহারের নয়। বরং ব্রিজটি বাংলার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু🌸। এই সেতু দুর্গাপুজোর আগে, ভয়াবহ অবস্থায় চলে গিয়েছিল। সেতুতে মাঝামাঝি অংশের দুটি স্ল্যাবের সংযোগস্থলে প্লেট সরে যায়। সেই ঘটনা অক্টোবর মাসের প্রথম দিকের। অক্ট♉োবর মাসের প্রথম দিকে গৌরাঙ্গ সেতুর হাল নিয়ে নানান পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়।
সেই বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পদক্ষেপ করে প্রশাসন। পুজোর আগেই যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজ সারানো হয়। ব্রিজ দিয়ে যাত্রীবাহী বাস ও ভারী যান চলাচল রুখতে পূর্ত দফতরের আধিকারকরা রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেন। অতিরিক্ত কর্মী নিয়োগ করে সেই সেতু মার🌺মতি হয়। আর সেই সেতুর ছবি দিয়েই বিহার থেকে ওই পোস্ট করা হয়। গোটা ঘটনা নিয়ে ফ্যাক্ট চেক করে দেখ🧸া যায় যে, বিহার থেকে করা ওই পোস্টে যে ব্রিজের ছবি রয়েছে, তা বাংলার নবদ্বীপের। কারণ সেই নবদ্বীপের ঘটনা নিয়ে বহু সাংবাদিক থেকে নিউজ হাউজও ওই ছবিটি দিয়ে সংবাদ প্রকাশ করে। ফলে ভুয়ো তথ্যটি ধরা আরও সহজ হয়।