পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে দ্বিমত পোষণ করলেন কলকাতা হাইকোর্টের ২ বিচারপতি🍸। এর ফলে ফের মামলা চলে যাবে প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে সেখানে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে আপাতত বিশ বাঁও জলে পার্থর জেলমুক্তি।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে নয়া সূত্রের খোঁজে CBI, তলব এক পুলিশ অဣফিসারকে, তদন্ত এবার কোন পথে?
পড়তে থাকুন - কস﷽বা কাণ্⛄ডের তদন্তে নয়া মোড়, সুশান্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত এক খুনের আসামি!
বুধবার ছিল সিবিআইয়ের মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়দান প্রক্রিয়া। রায় সামনে এলে দে🐎খা যায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর রায়ে ১০ জন আবেদনকারীকেই জামিন দিয়েছেন। উলটো দিকে বিচারপতি অপূর্ব সিংহ রায় ১০ জনের মধ্যে ৫ জনের জামিনে সহমতি জানালেও পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময়, অশোক, শান্তিপ্রসাদ, সুবীরেশ ভট্টাচার্জের জামিনের আবেদন নাকচ করেছেন।
আরও পড়ুন - ‘হিন্দুরা সংখ্যায় কম হলে কী হ♊তে পা💞রে তার বেলডাঙা তার প্রকৃষ্ঠ উদাহরণ’
আইনজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে মামলা ফেরত চলে যাবে প্রধান বিচারপতির কাছে। এর পর তিনি ১ বা ৩ বিচা🔯রপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন। সেই বেঞ্চে হবে মামলার ফয়সলা। এদিন আদালতের নির্দেশের ফলে যে ৫ জনের জামিনের ব্যাপারে ২ বিচারপতি সহমত হয়েছেন তাদের বিরুদ্ধে অন্য কোনও মামলা বকেয়া না থাকলে তাঁরা জেল থেকে মুক্তি পাবেন।