২১ জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার সেনার অগ্নিপথ প্রকল্প নিয়ে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমত𒁃া বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধর্𓃲মতলায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেন, অগ্নিপথ মানে কি? সশস্ত্র কিছু তৈরি করা?
এদিন তৃণমূলনেতജ্রীকে বলতে শোনা যায়, ‘এখন নতুন বিকল্প কী? না অগ্নিপথ! ও পথে হেঁট🍰ো না বাপু। আর্মির বিকল্প হয় না। আর্মি আর্মিই। আর্মিতে লোক নেও। নইলে আর্মিকে বঞ্চনা কোরো না।
অগ্নিপথ মানে কি? সশস🃏্ত্র কিছু তৈরি করা? পরে যারা আপনাদের ক্যাডার হয়ে কা♈জ করবে? এসব চলতে পারে না’।
একই সঙ্গে এদিন মমতা দাবি করেন, কেন্দ্রের লক্ষ লক্ষ চাকরি থেকে ছাঁটাই হয়েছে। হাজার হাজার পদ বিলুপ্ত﷽ করেছে রেল।
গত জুনে অগ্নিপথ প্রকল্পের ঘোষ💜ণা করে ভারতীয় সেনাবাহিনী। এই প্রকল্পের অধীনে ভারতীয় সেনাবাহিনীর হয়ে কাজ করতে পারবেন যুবকরা। সেজন্য মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবে তারা। ৪ বছর পর অগ্নিবীরদের মধ্যে থেকে বাছাই করে নিয়োগ হবে সেনা ও অন্যান্য বাহিনীতে। সেনার তরফে জানানো হয়েছে, এটা কোনও চাকরি নয়। স্কুল জীবনের শেষে সেনার মাধ্যমে চরিত্র ও শরীর গঠনের সুযোগ এটি। যদিও বিরোধীরা তা মানতে নারাজ। তাদের দাবি, এই প্রকল্পের মাধ্যমে বাহিনীতে চুক্তির ভিত্তিতে জওয়ান নিয়োগ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।