চিংড়িহাটার রেশ কাটতে না কাটতেই রাতের শহরে আবার ঘটল পথ দুর্ঘটনা। পার্ক ꩵসার্কাস, মা উড়ালপুল এবং সিঁথির মোড়ে পরপর তিনটি পথ দুর্ঘটনা ঘট🍃ল। দুর্ঘটনায় মৃত্যুর কোনও খবর না পাওয়া গেলেও গাড়ির চালক-সহ বেশ কয়েকজন আরোহী আহত হয়েছেন। রাতের কলকাতায় দুর্ঘটনায় এতগুলি দুর্ঘটনায় ট্র্যাফিক পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্ꦛরে জানা গিয়েছে, পার্ক সার্কাসে পথ দুর্ঘটনা ঘটে গভীরꦛ রাতে। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল চালক। সেই সঙ্গে বেপরোয়া গতিতে গাড়িটি যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি স্তম্ভে ধাক্কা মারে। এরপরে গাড়িটি উল্টে যায়। ঘটনায় গাড়ির চালক এবং আরোহীরা আহত হয়েছে। তবে দুর্ঘটনার পরেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান। অন্যদিকে, মা উড়ালপুলেও একটি পথ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে একটি গাড়ি উড়ালপুলের উপর থাকা বাতিস্তম্ভে ধাক্কা মারে। ঘটনায় বাতি স্তম্ভটি উপড়ে যায় দ্রুত গতিতে গাড়িটি ধাক্কা মারার ফলে গাড়ির সামনের অংশে দুমড়ে মুচড়ে যায়। এক্💙ষেত্রেও গাড়ির চালক দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, এই দুর্ঘটনা🔯টি ঘটেছে রাত ২ টো নাগাদ এবং সেক্ষেত্রে গাড়ির গতি স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। ফলে গাড়ির ধাক্কায় ১৫ ইঞ্চি কংক্রিটের গাঁথনি দেওয়া বাতিস্তম্ভটি উপড়ে গিয়ে অন্য লেনে পড়ে। অন্য লাইনে বাতি স্তম্ভ পড়ে থাকায় বেশ কিছুক্ষণ ধরে সেখানে যান চলাচল ব্যহত থাকে। পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের পিছনে তাঁদের পরিচিতদের গাড়ি যাচ্ছিল। সেই গাড়িতে করেই তাঁরা ♑সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং বাতিস্তম্ভ সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, এই দুর্ঘটনা বেশ কাটতে না কাটতেই আরও একটꦅি দুর্ঘটনা ঘটে সিঁথির মোড়ে। সেখানে বিটি রোডে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি লরি। এই ঘটনায় ঘাতক লরিটির সামন⛄ের দিকের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় লরি চালক এবং খালাসি সামান্য চোট পেয়েছেন। এই ঘটনার জেরেও বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। পরে দুর্ঘটনা গ্রস্ত লরিটিকে সরিয়ে নেওয়া হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।