মির্জা গালিব স্ট্রিটে শুক্রবার রাতের শ্যুটআউটকাণ্ডে অন্যতম মূল অܫভিযুক্ত স🍷াবিরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, আরেক অভিযুক্ত সোনা এখনও অধরা।
বাইক ওভারটেককে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। এখলাক বেগ নাম𝐆ে এক যুবকের ডান পায়ের হাঁটু ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। অভিযুক্ত সাবির ও সোনা নামের দুই দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ।
পলাতক সোনা ওরফে মহম্মদ পাইমুদ্দিন কুখ্𓄧যাত দুষ্কৃতী গব্বরের ঘনিষ্ঠ। এর আগেও তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাবির সোনা🦩র শ্যালক। সাবিরসহ ধৃতদের মধ্যে তিনজন হলেন আসিফ আহমেদ (৩১), ফারুক খান (৪১), এবং আফসার আলি (২৪)। এদের সিসিটিভি ফুটেজে গুলি চালাতে দেখা না গেলেও ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউট ও কসবায় গুলি-বোমাবাজির ঘটনায় কড়া বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি শহরে কোনও ধরনের গুন্ডামি বর🍬দাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন। গতকাল ক্রাইম কনফারেন্সে গোয়েল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দেন।
আরও পড়ুন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কসবার শপিং মল, CCTꦅV ফুটেজ চাইল দমকল
আরও পড়ুন। দীর্ঘদিন থমকে থাকার পর কাট🔯তে পারে জট, বাংলায় শুরু হতে পারে নয়া রেললাইনের কাজ
পুলিশ সূত্রে খবর, ধৃতদের🌟 জিজ্ঞা🔴সাবাদ করা হচ্ছে এবং আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে পার্ক স্ট্রিট থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। অভিযুক্ত সোনা এখনও অধরা রয়েছে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মির্জা গালিব স্💯ট্রিটে এই শ্যুটআউটকাণ্ডের ফলে শহরের বাসিন্দারা আতঙ্কিত। পুলিশ প্রশাসনের কাছ থেকে দ্রুত👍 ও কার্যকর পদক্ষেপের আশায় রয়েছেন।
আরও পড়ুন। পানিহাটি পু🍸রসভায় বন্ধ কাজ শুরুর নির্দেশ ফিরহাদের, বদল করা হতে পারে চেয়ারম্যান