টালি নালার দু'ধারে থাকা ৪৮ জন জবরদখলকারীকে পুনর্বাসন দিতে চলেছে কল♚কাতা পুরসভা। ꦉকোথায় কোন প্রকল্পের অধীনে এই জবরদরকারীদের পুনর্বাসন দেওয়া হবে? কলকাতা পুরসভা ইতিধ্যেই সে বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে। তাতে ঠিক হয়েছে ১১৪ নম্বর ওয়ার্ডের কুঁদঘাটের ব্রিক ফিল্ড রোডে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে চারতলার বিল্ডিং তৈরি করা হবে। সেখানে তাদের পুনবাসন দেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচিত সংস্থাকে দিয়ে কাজের জন্য টেন্ডার কমিটি অনুমোদন দিয়েছে। ঠিক হয়েছে এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য ১.৩ কোটি টাকা খরচ করা হবে। প্রয়োজন বুঝে নির্দিষ্ট খাত থেকে খরচ করা হবে এই অর্থ।
আরও পড়ুন: সিঙ্গাপুরের আদলে হবে আদিগঙ্গা, সংস্কারে ফিরহাদের দফতর,এই পথেই গিয়েছি🔴লেন মহাপ্রভূ
প্রসঙ্গত, টালিনালার নোংরা, আবর্জনা নিয়ে পরিবেশ আদালতের সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। সেক্ষেত্রে কেন নিকাশি প্লান্ট তৈরিতে অবহেলা করা হচ্ছে? তা নিযꦉ়ে রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছিল পরিবেশ আদালত। সে ক্ষেত্রে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্প থেকে অর্থ পাওয়া যাচ্ছে না বলেই রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল। তবে রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল, তাদের তরফে যে শর্ত দেওয়া হচ্ছে তা মেনে নেওয়া সম্ভব নয়। যদিও ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার তরফে জানানো হয় যে বিশ্বব্যাঙ্ক থেকে অর্থ নিয়ে এই কাজ হচ্ছে। তাদের যে নিয়ম রয়েছে সে নিয়ম মানতেꦡ হবে। ফলে কোনও শর্ত চাপানো হয়নি। উল্লেখ্য, এই নিয়মের মধ্যে ছিল ক্ষতিগ্রস্ত পরিবেশকে পুনর্বাসন দিতে হবে। সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই প্রকল্পের জন্য। অবশেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে ৪৮ জনকে পুনর্বাসন নিতে চলেছে কলকাতা পুরসভা।