BENGAL : পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র। সেই জন্য দুটি বিশেষ স্বাস্থ্যদল পাঠিয়েছে তারা। কিন্তু এই কেন্দ্র ও রাজ্যের কাজিয়ার মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকালে🔴 স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে কর🍸োনা আক্রান্ত ৩৯২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৩ জন, মৃত ১২।
যতদিন যাচ্ছে, রাজ্য ও কেন্দ্রের দেওয়া তথ্যের মধ্যে বিস্তর অসঙ্গতি ধরা পড়ছে। কোন কারণে এ☂ই অসঙ্গতি, সেই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে রাজ্যে যে কোভিড রোগী হুহ করে বাড়ছে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।
জেলাওয়াড়ি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কলকাতায়। 🌞সংলগ্ন হাওড়াতেও সংক্রমণ বাড়ছে অত্যন্ত দ্রুত। হটস্পটে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছে রাজ্য সরকার। সব মিলিয়ে পরিস্থিতি সঙ্গীন বেশ কিছু জেলায়।
দেশে মোট আকꦛ্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে । শুধু মহারাষ্ট্রেই প্রায় ৫০০০ কেস। সেই হিসাবে অপেক্ষাকৃত ভালো জায়গায় পশ্চিমবঙ্গ।✅ সংক্রমণের তালিকায় দেশের মধ্যে দ্বাদশ স্থানে আছে রাজ্য।
দেশের সাত রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের অবস্থা রীতিমত চিন্তায় ফেলেছে নীতি-নির্ধারক✤দের। তেসরা মে অবধি চলবে লকডাউন, এই হারে সংখ্যা বাড়তে থাকলে আরও সেই মেয়াদ বৃদ্ধি করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।