কলকাতায় আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্🎃যুর ঘটনা ঘটল। লোহার শাটারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবার ট্যাংরায় মৃত্যু হল এক দোকান মালিকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ট্যাংরার গোবিন্দ খটিক রোডে এই ঘটনা ঘটেছে। নারকেলডাঙা, হরিদেবপুর, উলুবেড়িয়া, বাঁকুড়ার পর এবার ট্যাংরায় একই ঘটনা। নিজের দোকান থেকে বেরনোর সময় শাটারের লোহার ফ্রেম হাত লাগে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঠিক কী ঘটেছে ট্যাংরায়? স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম বান্টি হালদার (৩৫)। আজ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ গোবিন্দ খটিকﷺ র𒆙োডে কচুরির দোকানে রান্না করছিলেন বান্টি। তখন গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আশপাশের লোকজন যখন আগুন নেভানোর চেষ্টা করছেন, তখন দোকানের শাটারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন বান্টি।
তারপর সেখানে কী ঘটল? জানা গিয়েছে, এই ঘটনার পর বান্টিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা সেখান🐎েই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ট্যাংরার ঘটনা নিয়ে গত ꦫদু’সপ্তাহে তৃতীয়বার কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।🎃 যা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে।
কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। বান্টি হালদার তাঁর গোবিন্দ খাটিক রোডের খাবারের দোকানে রান্নার কাজ করছিলেন। হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে ꩲআগুন লেগে যায়। দোকান বাঁচাতে এবং জিনিসপত্র বাঁচাতে গেলে লোহার শাটারে হাত লেগে যায়। দোকান থেকে বেরতে গিয়ে লোহার শাটারের ফ্রেমে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন বান্টি।