কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপ🐷াধ্যায়ের এজলাসে ফের শোরগোল। এবার নিয়োগদুর্নীতি কাণ্ডে কড়া কোনও রায়ের ইঙ্গিত দিলেন বিচারপতি নিজেই। বললেন, এভাবে চলতে পারে না। যাওয়ার আগে কিছু করে যাব।
মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান𒅌্ত মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আর কটা দিন আছে, চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব’। তখন আইনজীবী কল্লোল বসু বলেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’। জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বল𓆏েন, ‘বিপ্লব দীর্ঘজীবী হবেই। এভাবে চলতে পারে না’।
নিয়োগ দুর্নীতির একাধিক মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক মন্তব্য নিয়ে তুমুল অলোচনা হয়েছে। কখনও তিনি বলেছেন, ঢাক🔴ি সমেত বিসর্জন দিয়ে দেব। কখনও বলেছেন, সুপ্রিম কোর্টের জয়। তাঁর মুখে ‘কিছু করে যেতে হবে’ এই উক্তি শুনে অনেকেরই অনুমান, বড় কোনও পদক্ষেপ করতে চলেছেন বিচারপতি। আগামী বছর অবসর নেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার আগে নিয়োগ দুর্নীতি মামলায় কি যুগান্তকারী রায় দিতে চলেছেন তিনি? বিচারপতির মন্তব্যের পর নতুন করে শুরু হয়েছে জল্পনা।
যদিও তৃণমূলের দাবি, সিবিআই – ইডি🎐 যে পক্ষপাতদুষ্ট, সেব্যাপারে উদাসীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।