প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট নষ্ট করা সংক্রান্ত মামলায় হলফনামা জমা দিতে আদালতে আসতে হবে মানিক ভট্টাচার্যকেই। মঙ্গলবার মানিকের মেয়ের পেশ করা হলফনামা প্রত্যাখ্যান করে এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গো🌄পাধ্যায়। এর আগে গত এপ্রিলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য।
২০১৪ সালের প্রাথমিক টেটের ওএমআর শিট কার নির্দেশে নষ্ট করা হয়েছিল? কী ভাবে নষ্ট করা হয়েছিল ওএমআর শিটগুলি? তা জানিয়ে মানিক ভট্টাচার্যকে হলফনামা পেশ করতে বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বাবার হয়ে আদালﷺতে হলফনামা পেশ করতে আসেন মেয়ে স্বাতী ভট্টাচার্য। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়য় সেই হলফনামা গ্রহণ করতে অস্বীকার করে বলেন, ‘হলফনামা পেশ করতে মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। অন্য কারও কাছ থেকে হলফনামা গ্রহণ করবে না এই আদালত।’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের পর মানিকের আরেকদিন হাইকোর্টে হাজির𒁃া প্রায় নিশ্চিত হয়ে গেল।
গত ৫ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জরুরি তলবে তাঁর এজলাসে হাজিরা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য। সেবার মানিককে প্রায় আধ ঘণ্টা জেরা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নি♏য়োগ দুর্নীতির পুঙ্খাণুপুঙ্খ জানতে চেয়েছিলেন তাঁর কাছে। এবারের হাজিরায় মানিকের কপালে কী আছে কে জানে?