বেশ অনেকদিন পরেই ডায়মন্ডহারবারের আমতলায় গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের অ𒊎পারেশন করতে বিদেশে গিয়েছিলেন তিনি। এরপর কিছুদিনের বিশ্রাম। ফের শনিবার তাঁ💃কে দেখা গেল ডায়মন্ডহারবারে। এদিন কালো চশমা পরে তিনি যান। তাঁকে দেখে দলের নেতা কর্মীরা শুভেচ্ছা জানান। তাঁদের সঙ্গে হাত মেলান অভিষেক।
একদিকে যখন ধর্মতলায় প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষ ত🌳খন আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
আমতলায় দলীয় কার্যালয়ে যান অভিষেক। চিকিৎসা করিয়ে ফিরে আসার পরে এটাই তাঁর প্রথম কর্মসূচি। তাঁকে দেখত﷽ে এদিন কাছাকাছি বাড়ির ছাদেও লোক জমে যায়। আমতলয়া সাংসদ কার্যালয়ে বিজয়া সম্মিলনী। সেখানেই যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় দলের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তাঁদের সঙ্গে দেখা করেন অভিষেক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা হাজির হয়েছিলেন আমতলায়। তাঁদের সঙ্গে দেখা করেন তিনি। শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিকে এদিন এই বিজয়া সম্মিলনী থেকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে অভিষেক এদিন দলীয় নেতৃত্বের সঙ্গে নানা ঘরোয়া আলোচনা করেন।সেখানে সংগঠনের নানা প্রসঙ্🀅গ উঠে আসে। মূলত ডায়মন্ডহারবারে সংগঠনকে যাতে আরও শক্তিশালীভাবে গড়ে তোলা যায় সেব্যাপারে আলোচনা হয় এদিন। তৃণমূলের পক্ষ থেকে অভিষেকের ডায়মন্ডহারবার আগমনের সেই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।