নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে তলব করল ইডি। আগামী সপ্তাহে সুমিত💟 রায় নামে ওই ব্যক্তিকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। ইডির তলবকে চ্যালেঞ্জ করে ই♌তিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিতবাবু।
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদে বারবার সুমিতবাবুর নাম উঠে এসেছে। সেজন্য গত কাল হাজিরা দিতে বলে সুমᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিতবাবুকে চিঠি পাঠানো হয়েছিল। সেই তলবের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তাঁর গোটা পরিবারকে তলব করে ইডি। তলব করা হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে। এদের মধ্যে অভিষেক আদালত থেকে রক্ষাকবচ পান। আদালত জানায় অভিষেককে শুধুমাত্র নথি জমা দিলে✃ই চলবে। কিন্তু অভিষেকের মা ও বাবা হাজিরা দেননি। হাজিরা দেন শুধুমাত্র রুজিরাদেবী। বুধবার তাঁকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার সুমিতবাবুকে তলব করা হয়।
লিপস অ্যান্𝓡ড বাউন্ডসের লেনদেনের ব্যাপারে তথ্য রয়েছে সুমিত রায়ের কাছে। অভিষেকের হয়ে বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। অনুব্রতর ক্ষেত্রে ﷺসায়গল হোসেন যে ভূমিকা পালন করেছেন অভিষেকের ক্ষেত্রে কিছুটা তেমনই ভূমিকা ছিল সুমিতের।