রাস্তায় প্রবল যানজট। এমনকী যানজট এতটাই যে পুজো উদ্বোধনে💞র পথে আটকে যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি। তবে এবার গঙ্গা নদীতে জলপথ পরিবহণের ভোল একেবারে বদলে যাচ্ছে। বড় সুবিধার ব্যবস্থা করা হচ্ছে জলপথে।
মূলত ত্রিবেণী থেকে একেবারে ডায়মন্ডহারবার পর্যন্ত এই ফেরি সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় এই বিশেষ ফেরি সার্ভিসের ব্যবস্থা করা হবে। এনিয়ে গার্ডেনরিচ শিপ বিল্ডার্🌌সের কাছে বরাত দেওয়া হয়েছে। সব মিলিয়ে ব্যাটারিচালিত ১৩টি ফেরি সার্ভিসে൲র ব্যবস্থা করা হচ্ছে।
রাজ্য পরিবহণ দফতরের অধীনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাক🎉চার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তারাও এই ধরনের জলযানের ক্ষেত্রে সম্মতি জানিয়েছেন। এই ধরনের জলযান সাধারণত ব্যাটারিতে চালানো হয়। তবে ডিজেলেও যাতে এই জলযান চালানো যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও থাকবে।
তবে সবথেকে বড় কথা হল এই ধরনের ফেরি যথেষ্ট পরিবেশবান্ধব। কারণ এগুলি ব্যাটারি চালিত। সেক্ষেত্রে জ্বালানি তেল জলে ছড়িয়ে পড়ে জ𒊎লজ প্রাণীর ক্ষতি করতে পারবে না।
সব মিলিয়ে ২৩০ কোটি টাকার কাꦦজের বরাত দেওয়া হচ্ছে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে এই বরাত দেওয়া হচ🧜্ছে। এর আগে গত জানুয়ারি মাসে ঢেউ নামে একটি ফেরি তৈরি করা হয়েছিল শিপ বিল্ডার্সের তরফে। সেটা দেখে ভালো লেগে যায় রাজ্য সরকারের।