করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে সিটুর প্রাক্তর রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তীর। শ্যামলের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিকমহল। তবে সব থেকে শোকাহত শ্যামলবাবুর মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। ছোটবেলায় মাকে হারানোর পর বাবার কাছেই বড় হয়েছেন তিনি। প্রয়াণের পর স্মরণ করলেন বাবাকে। এদিন ঊষসী বলেন, আমার মা ছিল না। বাবার কাছেই বড় হয়েছি। ছোটবেলা থেকে কোনওদিন বাবা তাঁর মত আমার ওপর চাপিয়ে দেননি। নিজের মতো সিদ্ধান্ত নিতে দিয়েছেন। তাঁর জীবনে বাবার অবদান স্মরণ করে উষসী বলেন, ‘খুব কষ্ট করে বাবা আমাকে বড় করেছেন। পার্টির কাজ সামলে যতটা সম্ভব সময় দিয়েছেন আমাকে।’ তিনি বলেন, ‘একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মীর জীবন কেমন হওয়া উচিত তার উদাহরণ স্থাপন করেছিলেন উনি। কখনো দুর্নীতির অভিযোগ ওঠেনি তাঁর বিরুদ্ধে।’বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন প্রবীণ সিটু নেতা শ্যামল চক্রবর্তী। গত ৩০ জুলাই তাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছিল। ভর্তি ছিলেন কলকাতার পিয়ারলেস হাসপাতালে। বৃহস্পতিবার দুপুর ১.৫০ মিনিটে প্রয়াণ হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর।