উচ্চমাধ্যমিক পাশের পর গুরুত্বপূর্ণ কাজটি হল কলেজে ভর্তি হওয়া। কলেজগুলিতে এখন ভর্তির সময়সীমা শেষ হতে চলছে। আর তাতেই সামনে এল উদ্বেগজনক চিত্র। এই ২৬ জুলাই উচ্চশিক্ষা দফতরে একটি রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, গোটা রাজ্যে স্নাতক স্তরে এখনও পর্যন্ত প্রায় ৫৮ শতাংশ আসন খালি পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে এত খালি আসন ভাবღিয়ে তুলেছে। যা আগে কখনও দেখা যায়নি। তাহলে কি পড়ুয়া🐼দের পড়াশোনায় আগ্রহ কমে গেল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অনেকে মনে করছেন, এবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের অনেক পরে স্নাতকে ভর্তির পোর্টাল খোলা হয়েছে। তাই এমন আসন খালি দেখা যাচ্ছে। এতে চিন্তার বা উদ্বেগের কিছু নেই।
তাহলে বিষয়টি চর্চিত হ🍃চ্ছে কেন? এই বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে কারণ ৩১ জুলাই শেষ হচ্ছে ভর্তির সময়সীমা। আর ১ অগস্ট থেকে ক্লাস শুরু হবে। এমনই বিজ্ঞপ্তি আগে দিয়েছিল শিꦏক্ষা দফতর। কিন্তু আসন যদি খালি থাকে তাহলে ৩১ অগস্ট পর্যন্ত ভর্তি নেওয়া যাবে। এই বিজ্ঞপ্তিও জারি হয়। তাই একাধিক কলেজে যে পরিমাণ আসন খালি আছে তাতে ৩১ অগস্ট পর্যন্ত ভর্তি নেওয়া হবে। কারণ তাছাড়া কোনও উপায় নেই। কলেজের অধ্যক্ষদের ব্যাখ্যা, শুরুতে অনেক কলেজে বেশি নম্বর পাওয়া পড়ুয়ারা ভর্তি হন। তখন মাঝারি মানের পড়ুয়ারা ভর্তির সুযোগ পান না। তারপরে আগে ভর্তি হওয়া পড়ুয়াদের অনেকে অন্যত্র চলে গেলে আসন খালি হয়। আর বাকিরা ভর্তির সুযোগ পান।
শুরুতে ভর্তি হয়েও আসন ছাড়ে কেন? এখানে কয়েকটি বিষয় উঠে এসেছে। সেটি হল, আগে ভর্তি হলেও সেইসব ছাত্রছাত্রীদের একটা বড় 𝓀অংশ প্রতিযোগিতামূলক কোর্স, পলিটেকনিক–সহ নানা ক্ষেত্রে চলে গিয়েছেন। ফলে বহু আসন খালি হয়ে পড়ে রয়েছে। এবার সময়সীমা বাড়লে সেইসব আসনগুলিতে অন্যরা ভর্তি হতে পারবেন। ফলে আসন সংখ্যা আর খালি পড়ে থাকবে না বলে মনে করছে শিক্ষা দফতর। জাতীয় শিক্ষা নীতি নিয়েও অনেকের ধারণা স্পষ্ট নয় বল🌌েও আসন ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। এমন তথ্যও উঠে এসেছে।
আরও পড়ুন: ভোটার তালিকা সংশো🧔ধনের কাজে জোর দিচ্ছে নির্বাচন কমিশন, চিন্তা কর্মীর অভাব
আর কী জানা যাচ্ছে? 🐠শিক্ষা দফতর সূত্রে খবর, গোটা রাজ্যে ৪৫৪টি সাধারণ স্নাতক কলেজ আছে। সেখানে মোট ৯ লক্ষ ৪ হাজার ৩৭৯টি আসন আছে। এখনও পর্যন্ত ভর্তি হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ছাত্রছাত্রী। এছাড়া ১০টি জেলায় খালি থাকা আসনের হার ৬০ শতাংশ। তার মধ্যে রয়েছে কলকাতাও। ৩১ জুলাই তারিখের মধ্যে আরও কিছু আসন ভর্তি হয়ে যাবে। তবে মাঝে পড়ে গিয়েছে মহরম এবং রবিবার। সেক্ষেত্রে ছুটি থাকবে সবকিছু। অনলাইনে আবেদন করা যাবে। তারপরও 🐟কি আসন খালি পড়ে থাকবে? উঠছে প্রশ্ন। তবে সবটা বোঝা যাবে অগস্ট মাসের শেষে।