তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের নিয়ে যেদিন বৈঠকে বসতে চলেছেন💦 নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনই কলকাতায় আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এই খবর প্রকাশ্যে আসতেই বিস্তর গুঞ্জন শুরু হয়েছে। মমতা–অখিলেশ বৈঠক হতে পারে বলে চর্চা তুঙ্গে উঠেছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি।
কবে আসছেন সমাজবাদী পার্টির প্রধান? আগামী ১৭–১৯ মার্চ এই তিনদিন কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী বৈঠক রয়েছে। সূত্রের খবর, এই বৈঠকেই যোগ দিতেই কলকাতায় আসছেন অখিলেশ যাদব। মৌলালি যুব ক🎃েন্দ্রে হবে সমাজবাদী পার্টির সম্মেলন। সেখানে বক্তব্যও রাখবেন অখিলেশ যাদব–সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সম্পর্ক ভাল। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সপা’র হয়ে প্রচারে।
মমতা–অখিলেশ বৈঠক কী হবে? সপা সূত্রে খবর, এই সফরে এসেই ১৭ মার্চ মহানগরী কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন অখিলেশ যাদব। তাঁর সঙ্গে থাকবেন সপা নেতা কিরন্ময় নন্দও। সুতরাং এই বৈঠকও হাইভোল্টেজ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যদি কোন ইস্যুতে বৈঠক সেটা কেউ খোলসা করে বলেননি। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বৈঠক নতুনꦕ 📖রাজনৈতিক সমীকরণ তৈরি করবে কিনা সেটা সময়ই বলবে। তবে আগামী বছরের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল।
আর কী জানা যাচ্ছে? সম্প্রতি ইডি–সিবিআই–আয়কর দফতরের অপব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিকে লিখেছিলেন ৯ বিরোধী রাজনৈতিক দলের নেতা–নেত্রীরা। সেই নিয়ে বিস্তারিত কথা হতে পারে মমতা–অখিলেশের। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। সম্প্রতি অখিলেশ যাদব ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবে সমাজবাদী পার্টি। বাদ দেওয়া হবে না আমেঠি ও রায়বরেলি। এই পরিস্থিতিতে মমতা–অখিলেশ বৈঠক তাৎপর্যপূর্ণ 🀅বলে মনে করা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে প🏅ারেন HT App থেকেও। এবার HT App বাংলায়।꧂ HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup