ব🎃িধানসভা বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন এক বিধায়ক। সেই সময় খৈনি খাওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধ♋ে। তাঁকে সতর্ক করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসির রোল ওঠে বিধানসভায়। যদিও বিজেপি বিধায়ক দাবি করেছেন তিনি খৈনি খাচ্ছিলেন না।
শুক্রবার রাজ্য বাজেটের উপর বক্তব্য রাখছিলেন এক বিধায়ক। সেই সময় বিধায়ক মিহির গোস্বামীক🍌ে হাতের মধ্যে কিছু ডলতে দেখা যায়। বিষয়টি নজরে আসে স্পিকারের। তিনি তৎক্ষণাৎ বিজেপি বিধায়ককে সতর্ক করেন। স্পিকার জানান, বিধানসভার মধ্য এই🍌 ভাবে খৈনি তৈরি করা যায় না। এটা নিয়ম বিরুদ্ধ কাজ। বিধায়ক সঙ্গে সঙ্গে তাঁর হাতে থাকা সামগ্রী মুখে পুরে নেন।
তবে মিহির গোস্বামী অবশ্য স্পিকারে এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর♌ হাতে খৈনি নয় জোয়ান ছিল। মিহির গোস্বামী বলেন, ‘জোয়ানে অনেক সময় ময়লা থাকে, তাই ঝেড়ে নিতে হয়। আমি হাতের তালুতে রাখে ঝাড়ছিলাম। স্পিক🐼ার ভেবেছেন ওটা খৈনি। আমি ওনাকে বিষয়টি জানাতে হেসে ফেলেন স্পিকার।'
এর পর তিনি স্পিকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ' স্পিকার কী ভাবে প্রতি কথায় আমাকে বাধা দেওয়া চেষ্টা করছিলেন তা সকলে দেখেছেন। তবে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য আমি আবারও সরব হব।' প্রসঙ্গত, বাজেট নিয়ে বলতে গিয়ে তিনি উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরেন। এর পাশাপাশি ডিএ নিয়ে ব💖ক্তব্য রাখেন মিহির গোস্বামী।