রবিবার সকালে এসএসকেএম হাসপাত꧑ালে ঢুকে এক রোগীর আত্মীয়কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। এবার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভাঙচুরের অভিয়োগ
রোগীমৃত্যুকে কেন্দ্র করে মুকুন্দপুরের একটা বেসরকারি হাসপাতালে তুলকালাম পরিস্থিতি। এখানেও চিকিৎসকদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। 🎃গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আꦿনে। এদিকে ওই হাসপাতালের বিরুদ্ধে বড় অঙ্কের বিল করার অভিযোগ। যার জেরেই উত্তেজনা একেবারে চরমে ওঠে।
কী থেকে এই ঘটনার সূত্রপাত?
সূত্রের খবর, বরাহনগরের বাসিন্দা এক যুবক বাইক দুর্ঘটনায় জখম হয়েছিলেন। এরপর বাইপাসের ধারের একটা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অষ্টমীর রাতে বাইক দুর্ঘটনা হয়েছিল। এদিকে রোগীর পরিবারের দাবি প্রথম দিকে বলা হচ্ছিল চিকিৎসা ঠিকঠাকই চলছে। কিন্তু তারপরেই বিরাট অঙ্কের বিল ধরানো হয়। এদিকে তার মধ্যেই যুবকের মৃত্যুও হয়। এদিকে এরপরই রোগীর পরিবারের ক্ষোভ চরমে ওঠে। তারা ওই বেসরকারি হাসপাতালে ভাঙচুর করে বলেও অভিযোগ। রিসেপশনেও চলে ভাঙচুর। তবে রোগীর পরিবার ভাঙচুরের অভিযোগ মানতে চায়নি। সব মিলিয়ে ফের দুটি প্রসঙ্গ উঠতে শ༒ুরু করেছে। প্রথমত কেন বেসরকারি নার্সিংহোমে বিপুল বিলের বোঝা চাপিয়ে দেওয়া। দ্বিতীয়ত ফের প্রশ্নের মুখে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের🍰 সুরক্ষা।
তবে ওয়াকিবহাল মহলের মতে, বেসরকারি হাসপাতাল এই যে মাত্রাছাড়া বিল করে, ডাক্তারদের ভিজিটও লাগামছাড়া তা নিয়ে চিকিৎসকদের এ🐼কাংশ বিশেষ উচ্চবাচ্য করছ💃েন না। সেক্ষেত্রে কেন তাঁরা এই বিষয়টিকে সামনে আনছেন না সেই প্রশ্নও উঠছে।
এদিকে রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতীরা ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। হকি স্টিক, উইকেট নিয়ে এসএসকেএম হাসপাতালে ঢুকে তুমুল মারধর করার অভিযোগ উঠেছে। আর তার জেরে রোগীর আত্মীয়রা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে𒁃 এসএসকেএম হাসপাতালে। এই হামলার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্꧙ন উঠে গিয়েছে।
সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে মোটরবাইক নিয়ে ঢুকে পড়েছিল কয়েকজন দুষ্কৃতী। তাদের হাতে ছিল হকি স্টিক, উইকেট এবং লাঠি জাতীয় বস্তু। ট্রমা কেয়ার সেন্টারে ঢুকে তাণ্ডব চালাতে থাকে তারা। চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়কে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকজন জুনিয়র ডাক্তারের অভিযোগ, হামল𒁏া যেখানে হয়েছে সেখানে পুলিশ ছিল। কিন্তু তারা সবটা দেখেও না দেখার ভান করেছিল।