পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে সর্বশক্তি প্রয়োগ করব। সোমবার সন্ধ্যায় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনে এসে একথা বললেন দেশের স্বরাষ্ট্রমন্💫ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলা থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দ্রুত শেষ হোক, এই শক্তি মা আমাদের দিন, এই প্রার্থনা করব।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর মণ্ডপ এবার তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে♈। সেই মণ্ডপের উদ্বোধন করতে দ্বিতীয়ার সন্ধ্যায় ঝটিকা সফরে কলকাতায় এসে একথা বললেন অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ওই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা রাহুল সিনহা। ছিলেন মঠ ও মন্দিরের সাধু - সন্তরা।
এদিন বক্তব্য রাখতে উঠে শাহ বলেন, ‘আমি সকালে গুজরাত থেকে রওনা হই, ছত্তিসগড় হয়ে বাংলায় এসেছি শুধু মা দুর্গার আশীর্বাদ পেতে। পশ্চিমবঙ্গের জন্য এই ৯ দিন দীপাবলির থেকেও বেশি আনন্দের। গোটা বাংলা প্🐎যান্ডেলে মায়ের ভক্তিতে ব্রতী থাকে। গোটা দেশ নবরাত্রিতে আলাদা আলাদা রূপে মায়ের আরাধনা করে’।
সবাই যখন তৃণমূলকে উদ্দেশ করে শাহ কীভাবে আক্রমণ করেন তার অপেক্ষা করছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি। আমি পশ্চিমবঙ্গে আসব, রাজনীতির কথাও বল൩ব, আর এখানে পরিবর্তন আনতে সর্বশক্তি প্রয়োগ করব। জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের আগেই উত্তর কলকাতার মানুষ রাম মন্দিরের উদ্বোধন করে দিয়েছ♎েন। সেজন্য আমি তাঁদের শুভেচ্ছা জানাই। প্যান্ডেলে মায়ের সামনে গিয়ে গোটা দেশের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করব। বাংলা থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দ্রুত শেষ হোক, এই শক্তি মা আমাদের দিন, এই প্রার্থনা করব’।
এদিন মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি প্রতিমারꦰ আবরণ উন্মোচন করেন অমিত শাহ। মন্ত্রোচ্চারণের সঙ্গে প্রতিমায় পুষ্পার্ঘ ন🔯িবেদন করেন। অমিত শাহের সফরকালে মুহুর্মুহু ওঠে ‘জয় মা দুর্গা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান।