জয়দীপ ঠাকুরঘূর্ণিঝড় আমফানের জেরে পশ্চিমবঙ্গে সুন্দরবনের এক তৃতীয়াংশে ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যের বনদফতরের প্রাথমিক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। তবে জঙ্গলে বাঘ বা অন্য কোনও বন্যপ্রাণীর মৃত্যুর কোনও খবর মেলেনি বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা। রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়ের জেরে সুন্দরবনের ১,৫০০ বর্গ কিলোমিটার এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামে বাঘ ঢোকা রুখতে যে জাল লাগানো হয়েছিল তারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্যপ্রাণীর মৃত্যুর কোনও খবর নেই।’৪,২০০ বর্গ কিলোমিটারে ছড়িয়ে থাকা সুন্দরবনে ১০২টি দ্বীপ রয়েছে। তার মধ্যে ৫২টি দ্বীপে মানুষের বাস। সুন্দরবনের পশ্চিমবঙ্গের এলাকায় ১০০টি বাঘ রয়েছে। সুন্দরবনই বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য যেখানে এখনো শার্দুলের বসত রয়েছে।সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের যুগ্ম নির্দেশক এস কুলানদিভেল বলেন, ‘আমরা যন্ত্রচালিত নৌকা ও ড্রোন উড়িয়ে অভয়ারণ্যের ৭০ শতাংশ এলাকার সমীক্ষা শেষ করেছি। তাতে বনভূমির প্রবল ক্ষয়ক্ষতি নজরে পড়েছে। তবে এখনো কোনও প্রাণীর দেহাবশেষ মেলেনি। আকাশে কোথাও শকুন উড়তেও দেখা যায়নি। যাতে অনুমান করা যায় জঙ্গলে কোনও প্রাণীর দেহ নেই।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানের অধ্যাপক সুগত হাজরা বলেন, ‘ম্যানগ্রোভ শুধু ঝড়ের সময় বাতাসের গতিবেগই কমায় না, সঙ্গে ঢেউয়ের শক্তিকেও ভেঙে দেয়।’ঘূর্ণিঝড়ের হাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে বার বার বাঁচিয়েছে সুন্দরবন। ২০০৯ সালে আয়লা। ২০১৯ সালে বুলবুলের শক্তি শোষণ করে রক্ষা করেছিল লক্ষ লক্ষ মানুষকে। কিন্তু প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়া আমফানকে রুখতে পারেনি বাদাবন। যার ক্ষত মাপতে এখন গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বনকর্মীরা। ………………………………………………………………….পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলে দান করুনWEST BENGAL STATE EMERGENCY RELIEF FUND(Part of Chief Minister Relief Fund)//wbserf.wb.gov.in/wbserfA/C No: 628005501339Bank: ICICI BankBranch: HowrahIFSC Code: ICIC0006280MICR Code: 700229010SWIFT Code: ICICINBBCTS