সম্প্রতি বিধানসভা অধিবেশন থেকে ২ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। বুধবার এর প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সাসপেনশন না তোলা পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চলবে বলে এবার হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামীকে সাসপেন্ড করা হয়। দুই বিধায়কের সাসপেন্ডের বিরোধিতা করে এদিন রাজ্যের বিরোধী দলনেতা জানান, যতদিন না পর্যন্ত সাসপেনশন প্রত্যাহার করা হবে, ততদিন তাঁরা লবির মেঝেতে বসে অবস্থান করবেন। এদিন সাসপেনশন তোলার বিষয়ে লিখিত আবেদন করতে বলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি এই প্রসঙ্গে জানান, লিখিত আবেদন করা হবে না। আমি স্পিকারের নির্দেশে অন রেকর্ড বলেছি। তাই আবেদন করব না। সাসপেনশনের প্রতিবাদ করলেও বাজেট অধিবেশনে অংশ নেবে বিজেপি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, বাজেটে শিল্প, কর্মসংস্থানের কথা থাকতে হবে। তাহলে আমরা অবশ্যই সরকারকে সহযোগিতা করব। যদিও রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘বিজেপি তো দিল্লি নির্ভর রাজনীতি করে। কোনও পদক্ষেপ নিতে দিল্লির সঙ্গে কথা বলতে হয়। রাজ্যপালের ভাষণে বাধা দেওয়া আসলে বিজেপির চক্রান্ত।’