পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল কেমন হবে? এই নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গে♍লেন অনুব্রত মণ্ডল। সোমবার দিল্লির আদালতে পেশের সময় অনুব্রতকে সাংবাদিকরা এব্যাপারে প্রশ্ন করল꧃েও কোনও জবাব দেননি তিনি। তবে অন্যান্য সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন কেষ্ট।
এদিন🍬 আদালতে পেশের সময় সাংবাদিকরা অনুব্রতকে প্রশ্ন করেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ফল কেমন হবে? কোনও জবাব দেননি তিনি। শুনতে পাননি ভেবে সাংবাদিকরা দ্বিতীয়বার একই প্রশ্ন করলেও কোনও জবাব আসেনি অনুব্রত মণ্ডলের দিক থেকে। অনুব্রতর এই নীরবতা নত🌼ুন প্রশ্নের জন্ম দিচ্ছে রাজনৈতিক মহলে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, এতদিন দলের ব্যাপারে সোচ্চার ছিলেন অনুব্রত। দল পাশে আছে বলেও জানিয়েছিলেন। তাহলে এমন কী হল যে তিনি রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেলেন? তাঁরা মনে করছেন, নিজের গ্রেফতারির বিষয়টি শেষপর্যন্ত মেনে নিলেও মেয়ের গ্রেফতারির পর অসম্ভব চাপ෴ে রয়েছেন কেষ্ট। বাবার কৃতকর্মের ফলে যুবতী মেয়েকে কারাবাস করতে হচ্ছে এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। তাছাড়া অনুব্রত জেলে যাওয়ার পর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে থাকার কথা বললেও, অনুব্রতর বিরোধী শিবিরের অনেকের গুরুত্ব সংগঠনে বাড়িয়েছেন তিনি। তাতে ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। কিংবা ফল খারাপ হবে বলে দলকে বিড়ম্বনায় ফেলতে চান না তিনি।
এদিন অনুব্রত সাংবাদিকদের জানান, মেয়ে সুকন্যার সঙ্গে শনিবার ৩০🌠 মিনিট কথা হয়েছে। যতক্ষণ কথা বলতে চেয়েছেন বাধা দেয়নি জেল কর্তৃপক্ষ। সুকন্যা জামিনের আবেদন করেছেন শুনে তিনি বলেন, ‘ঈশ্বর যেন ওর জামিন মঞ্জুর করে।’