বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। মাঝ𓄧রাতে তাঁকে নিয়ে আসা হয়েছিল নিজাম প্যালেসে। তার পর সামান্য কিছু মুখে তুললেও ভারী কিছু খাবার খাননি। এভাবে শুক্রবার কেটে গিয়েছে। আজ, শনিবার মধ্যাহ্নভোজ করলেন তৃণমূল কংগ্🅺রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেসে এসে শুধু মুড়ি খেয়েই দিন কেটেছে তাঁর। আজ অবশ্য সিবিআই তাঁর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন।
মধ্যাহ্নভ꧂োজে কী খেলেন কেষ্ট মণ্ডল? সিবিআই সূত্রে খবর, সিবিআই অফিসাররা তাঁকে বলেন শুধু মুড়ি খেয়ে থাকলে চলবে না। অন্য কিছুও খেতে হবে। অনেকক্ষণ অনুরোধ করার পর সাড়া মেলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। তিনি অফিসারদের জানান, তেল–মশলা দেওয়া বাইরের খাবার খাবেন না। শুধু ভাত, ডাল এব🍸ং আলুসেদ্ধ খেতে দিলেই তিনি খাবেন। সেই মতো রান্না করে খেতে দেওয়া হয় তাঁকে। আর খেয়ে বেশ তৃপ্তি অনুভব করেন তিনি।
আর কী জানা যাচ্ছে? জানা গি💎য়েছে, অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের গেস্ট হাউসে রাখা হয়েছে। শুক্রবার হাসপাতাল থেকে ফিরে আসার পর চা–বিস্কুট খেয়েছেন তিনি। সন্ধ্যায় মুড়ি চেয়েছিলেন সিবিআই কর্তাদের🌳 কাছে। সেটা দেওয়া হয়েছিল। তখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর কিছু খাবেন? উত্তরে কেষ্ট মণ্ডল বলেন, ‘গ্রামের ছেলে একটু মুড়ি পেলেই হবে।’ উচ্চ রক্তচ𝔉াপ, মধুমেহ, ফিসচুলার মতো নানা শারীরিক সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের।
উল্লেখ্য, নিজাম প্যালেসে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুক্রবার মেয়ে সুকন্যার সঙ্গে ফোনে দু’বার কথা বলেছেন অনুব্রত মণ্ডল। ফোনের লা♛উডস্পিকার ‘অন’ করে সিবিআই আধিকারিকরা অনুব্রতর সঙ্গে সুকন্যার কথা বলতে দেয়। মেয়ের সঙ্গে যখন কথা বলছিলেন তখন সিবিআই আধিকারিকরা সামনেই বসেছিলেন। বাবা–মেয়ের কথা শেষে দু’জনেই ক🏅ান্নায় ভেঙে পড়েছিলেন।