তিহা꧙ড় জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যার সঙ্গে দেখা করলেন দলের ২ সাংসদ। শুক্রবার দুপুরে অনুব্রত – সুকন্যার সঙ্গে দেখা করতে তিহাড় জেলে যান রাজ্যসভায় তৃণমূলের সাংসদ দোলা সেন ও বোলপুরের সাংসদ অসিত মাল। বেরিয়ে এসে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন তাঁ⛦রা।
শুক্রবার দুপুরে তিহাড় জেলে বেশ কিছুক্ষণ অনুব্রত ও সুকন্যার সঙ্গে কথা বলেন দোলা সেন ও অসিত মাল। তৃণমূলের তরফে জা𒆙নানো হয়েছে, বেশ কিছুদিন ধরে দলের তরফে অনুব্রতর সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছিল। দল তাঁর পাশে রয়েছে এই বার্তা দিতেই সাক্ষাৎ বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে সাক্ষাৎ সেরে বেরিয়ে দোলা সেন বলেন, ‘অনুব্রত মণ্ডল ও সুকন্যা সুস্থ আছেন। আমাদের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার শিকার অনুব্রত ও সুকন্যা। সব থেকে খারাপ লাগছে সুকন্যার জন্য। বাবার ওপর চাপ তৈরি করতে ওকেও গ্রেফতার করജে জেলে রাখা হয়েছে।’
অনুব্রতর সঙ্গে তৃণমূল সাংসদদের সাক্ষাৎকে তুমুল কটাক্ষ করেছে বাম ও বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘অনুব্রতকে তৃণমূল বীর বানিয়েছে। আর বাকি যারা জেলবন্দি তাদের জলে ভাসিয়ে দিয়েছে। কারণ𝓡 অনুব্রত মুখ খুললে অনেক বিপদ হতে পারে।’ বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘অনুব্রত তো ২৫ শতাংশ রেখেছেন। বাকি ৭৫ শতাংশ কোথায় গেছে সেটা উনি বলে দিলেই মুশকিল। তাই ওনাকে এত খাতির করা হচ্ছে।’
বলে রাখি, গত বছর অগাস্টে গ্রেফতারির পর তৃণমূলের তরফে এই প্রথম অ♊নুব্রতর সঙ্গে আনুষ্ঠ🌸ানিকভাবে কেউ সাক্ষাৎ করলেন।