বছর ঘুরলেই রাজ্যে বিধানসভ⛄া নির্বাচন। তার মধ্যেই বারবার রাজ্য সফরে আসবেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া আরও বেশ কিছু প্রথমসারির মন্ত্রী রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন বলে সূত্রের খবর। ২০২১ সালে বাংলা দখল করাই লক্ষ্য। তাই এখানে সরাসরি মন্ত্রীদের নিয়ে আসা হবে বলে খবর।
এই বিষয়ে বিজেপি’র এক শীর্ষ নেতা বলেন, ‘এখানের প্রচারে শুধু নাড্ডা বা শাহ আসবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স🐟্বয়ং আসার কথা রযেছে। তবে তার তারিখ, দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে কেন্দ্রীয় মন্ত্রী ও নেতারা আসবে𝔍ন বছরের শুরুতেই।’ ইতিমধ্যেই ২০ তারিখ বিজেপি’র সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী ভিনিতা শ্রীনিবাসন বাংলায় এসেছেন ও সংগঠানের কাজ খতিয়ে দেখছেন।
দলীয় সূত্রে খবর, ভিনিতা দক্ষিণবঙ্গে প্রচার করবেন এবং মহিলাদের নিয়ে সংগঠন মজবুত করবেন। আর উত্তরবঙ্গ𓆏ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল প্রচার করবেন। ইতিমধ্যেই মঙ্গলবার তিনি পৌঁছে গিয়েছেন। চা–চক্রের মাধ্যমে গৃহ–সম্পর্ক তৈরির কাজ করা হবে। এই সপ্তাহের শেষে উত্তরপ্রদেশ 📖থেকে উপ–মুখ্যমন্ত্রী কেশবচন্দ্র মৌর্য এখানে আসবেন। এই প্রথম বাংলার ২৯৪টি আসনে ২৯৪টি কেন্দ্রীয় নেতা–মন্ত্রীকে পালা করে পাঠানো হচ্ছে। যা আগে কখনও বিজেপি করেনি।
সূত্রের খবর, এক একটি বিধানসভা কেন্দ্রে ৪৫ জনের একটি প্রতিনিধিদল পরিদর্শন করবে। সেখানের হাল–হকিকত দেখে কি করণীয় তার সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এবারের লক্ষ্য ঠিক হয়েছে ২০০টি আসন জিততে হবে।♔ যেখানে প্রশান্ত কিশোর ৯৯ সংখ্যায় বিজেপিকে বেঁধে দিয়েছেন। এই বিষয়ে তৃণমূলের সাংসদ কাকলি ঘোসদস্তিদার বলেন, ‘বিজেপি বহিরাগতদের নিয়ে এখানে প্রচার করতে আসছেন। এটা থেকে স্পষ্ট যে, রাজ্য নেতৃত্বের উপর ভরসা নেই কেন্দ্রীয় নেতাদের।’