পুজোর মধ্যেই একটি পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, 'রাজ্যবাসী এবার অন্তত একবার ভেবে দেখুন! পশ্চিমবঙ্গে তৃণমূলের 'মিনি বাংলাদেশ' মডেল কতটা ভয়ঙ্কর হতে পারে...সাধারণ মানুষ নন, তারক সিং যিনি কলকাতা পুরসভার একজন মেয়র পরিষদ সদস্য তিনিও আতঙ্কিত। যেভাবে বাংলাদেশের কায়দায় আপনার আমার প্রিয় শহর কলকাতাতেও দুর্গাপুজো বন্ধ করতে সাম্প্রদায়িক অপশক্তির আগ্রাসনের ঘটনা ঘটছে, তাতে তিনিও আতঙ্কিত! ভোট ব্যাঙ্কের ফায়দা নিতে যে শাসকদল প্রকাশ্যে সংখ্যালঘু তোষণ করে আজ রাজ্যে এই পরিস্থিতি তৈরি করেছে, তাতে এখন প্রমাদ গুনছেন শাসকদলের হিন্দু নেতারাও...' এরপর তিনি তারক সিংয়ের একটি পোস্টকে উল্লেখ করেছেন। তারক সিং সেই পোস্টে লিখেছেন, ‘কলকাতার ১৩৩ নম্বর ওয়ার্ড, মুদিয়ালি। পুজোর প্যান্ডেলে জোরে মাইক বাজানোর পাশে নমাজ পড়তে অসুবিধা হওয়ায় সরাসরি পুজো প্যান্ডেলে ঢুকে হামলা করে হুমকি দিয়ে গেল শান্তিবাহিনী। মনে হয় জ্ঞানত আপনি এই হামলা কলকাতায় দেখেননি। তবে চিন্তার নেই, শান্তির ধর্মের বাহিনীর মানুষরা এই রাজ্য়ে আগামীদিনে আরও নতুন নতুন নিদর্শন স্থাপন করবেন। আপনার আমার নতুন নতুন অভিজ্ঞতা হবে। আবার ভুলে গিয়ে আমরা হা-ভাতে হিন্দু হয়ে শান্তি বাহিনীর সঙ্গে সেকুলার সেজে ইফতারে যোগ দেব। দুর্গাপুজো, কালীপুজোর প্যান্ডেলে হামলা মূর্তি ভাঙা ইত্যাদি ভুলে গিয়ে…আগামী পর্বের জন্য অপেক্ষা করুন…’লিখেছেন তারক সিং।এদিকে একদিকে গোটা বাংলাজুড়ে দুর্গাপুজোর আনন্দ। আর অন্যদিকে সামনে এল এমন ছবি যা উদ্বেগের। তবে সেই ছবির সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।