কলকাতায় দূষণ নিয়ে উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। গত রবিবার বিশ্বের দূষিত শহরগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিল কলকাতা। যা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে পরিবেশবিদরা। তার ওপর আর কয়েকদিন পরে কালীপুজো। তাতে দূষণ আরও বাড়বে। কিন্তু তার আগেই ꦆদূষণে জেরবার কলকাতা। বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় বাতাসের গুণগত মান ২০০ থেকে ৪০০ একিউআইয়ের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) মধ্যে ঘোরাফেরা করছে। যার মধ্যে বালিগঞ্জে দূষণ সবচেয়ে বেশি ছিল। এই এলাকায় একিউআই ছিল ৩০০ থেকে ৪০০ এর মধ্যে। যা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের মধ্যে।
আরও পড়ুন: বরুণদেবের কৃপায় ধুয়েমুছে গেল দূষ🌠ণ, ধনতেরাসের সকালেꦡ নির্মল আকাশ দিল্লিতে
বৃহস্পতিবার শহরে বায়ুদূষণ মাপার ৭ টি স্টেশনের মধ্যে ৬টি স্টেশনে একিউআই ছিল ২০০ থেকে ৩০০ এর মধ্যে। চলতি মরশুমে এই প্রথম বালিগঞ্জ এলাকায় দূষণ সবচেয়ে বেশি হয়েছে। যার সুস্থ মানুষেরও শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে গুণগত মান ছিল ১০০ থেকে ২০০ এর ম♑ধ্যে। শুধু তাই নয় শহরের ফুসফুস ময়দানেও বাতাসের গুণগতমান খারাপ ছিল। শহরের আরেকটি সবুজ অঞ্চল রবীন্দ্র সরোবরে আগের সপ্তাহে বাতাসে গুণগত মান সন্তোষজনক থাকলেও বৃহস্পতিবার বাতাসের গুণগতমান ছিল খারাপ। পরিবেশবিদদের মতে, দুর্গাপুজোর পর প্রচুর নিষিদ্ধ বাজি ফাটানো হয়েছে যার ফলে বাতাসে দূষণ বেড়েছে। তারপর কালীপুজোর সময় প্রতি বছর নিষিদ্ধ বাজি পোড়ানো হয়। এ বছর তার ব্যতিক্রম হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। ফলে ওই সময় দূষণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।