আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযুক্তি অথবা তথ্য আপডেটের ক্ষেত্রে এবার দেশের সেরা বাংলা। সবার থেকে এগিয়ে বাংলা। ৮৫১ শতাংশ ꧒লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে এই রাজ্য। তাৎপর্যপূর্ণভাবে গু𓆏জরাত, অসম, বিহার, কর্ণাটক, অসম, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিকেও টপকে গিয়েছে বাংলা। ডাক বিভাগের প্রতিযোগিতায় এই স্বীকৃতি মিলেছে।
এদিকে ডাক বিভাগ সূত্রে খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঁচ হাজার আধারের সঙ্গে মোবাইলে নম্বর সংযুক্ত করার কথা বলা হয়েছিল। তাহলেই পুরষ্কার হিসাবে স্কুটি দেওয়ার কথা ছিল। গোটা দেশে এই সাফল্যের 🌺জন্য ২১১টি স্কুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে ১৭৯টি স্কুটি এই রাজ্যেই আসছে বলে ডাক বিভাগ সূত্রে খবর।
কিন্তু কোন মন্ত্রবলে এভাবে একের পর এক রাজ্যকেღ হারিয়ে শীর্ষে চলে গেল বাংলা? আধিকারিকদের মতে, দুয়ারে সরকার কর্মসূচিতে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণের জন্য আলাদা শিবির খোলা হয়েছিল। সেই শিবিরে দলে দলে মানুষ আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বℱর সংযুক্ত করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও দলে দলে মহিলারা আধার কার্ডের আপডেট করেছেন।
এদিকে ডাক বিভাগ সূত্রে খবর, এই কাজে জেলাগত🦂ভাবে সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা ও তৃতীয় স্থানে নদিয়া। নদিয়ার তালদহ পোস্ট অফিসের কর্মী অনামিকা মণ্ডল পাঁচ হাজার আধার আপডেট করে দেশের প্রথম মহিলা ডাক কর্মী হিসাবে স্কুটি জিতে নিয়েছেন।