আন্তর্জাতিক স্বীকৃতি পেল সুন্দরবনের মহিলাদের দুগ্ধ সমবায় গোষ্ঠী ‘সুন্দরিনী’। প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশনের তরফে একটি অনুষ্ঠানে সুন্দরবনের এই দুগ্ধ সমবায় সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে। তাতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্যারিসে ওই সংস্থার বার্ষিক অ♉নুষ্ঠানে সুন্দরবনের এই দুগ্ধ সমবায়কে আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মানে সম্মানিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেল পোস্টে এই পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন: রাজ্যে দুধ এবং দুগ্ধজাত পণ্য𓆉ের খুচরো ব্যবস﷽ায় আসছে বড় অঙ্কের লগ্নি
মুখ্যমন্ত্রী নিজের🍒 এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘আমাদের সুন্দরবনের নারীদের সঙ্গে জড়িত আরেকটি সাফল্যের গল্প শেয়ার করতে পেরে ꦺআমি ভীষন খুশি! আমাদের দুগ্ধ সমবায় সুন্দরিনী (সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন ও লাইভস্টক প্রডিউসারস ইউনিয়ন) এবং এনডিডিবি একসঙ্গে আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন থেকে একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। এটি দারুন খুশির খবর।’
প্রসঙ্গত, প্রথমে অল্প পরিসরে শুরু হয়েছিল সুন্দরিনী দুগ্ধ সমবায়। পরে ক্রমেই এই সমবায় গোষ্ঠীর সদস্য সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে প্রায় সাড়ে চার হাজার মহিলা সুন্দরিনীর সঙ্গে যুক্ত। প্রতিদিন এই প্রকল্পের মাধ্যমে ২০০০ লিটার দুধ এবং আড়াইশো কেজি দুগ্ধজাত পণ্য উৎপাদন হয়ে থাকে। রাজ্য সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগেই এই দুগ্ধ সমবায় গোষ্ঠী পথ চলা শুরু করেছিল। ২০২৩-২৪ অর্থবর্ষে এই দুগ্ধ সমবায় সংস্✱থা প্রায় ৪ কোটি টাকা আয় করেছিল। প্যারিসে আয়োজিত সম্মেলনে অংশ নিয়েছিল বিশ্বের ১৫৩ টি ডেয়ারি সংস্থা। তার মধ্য থেকে বাংলার সুন্দরিনী দুগ্ধ সমবায়কে পুরস্কৃত করা হয়।