আজ, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি হল। দু’দিন ধরে তা চলছিল। আর নিউটাউনের এই সম্মেলন শেষে জবাবি ভাষণ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে শিল্পের জন্য এই রাজ্যে সব আছে বলে দাবি করলেন, আবার আহ্বান করলেন শিল্পপতিদের এবং শেষে ধুয়ে দিলেন কেন্দ্রীয় 𝓀সরকারকে। তবে সবটাই খুব পরিশিলিত ভাষায়। দেশে কমে যাচ্ছে কর্মসংস্থান। আর বাড়ছে বেকারত্বের থাবা। সেখানে বাংলায় কর্মসংস্থান বেড়েই চলেছে। তাই বাংলা যে আদর্শ বিনিয়োগের জায়গা তা এভাবেই শিল্পপতিদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
এদিন কেন্দ্রীয় সরকারকে ধুয়ে দিয়ে দেশ থেকে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘ভারতে কমেছে কর্মসংস্থান। বাংলায় বেড়েছে কর্মসংস্থান। আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভ꧟র গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি। করের বোঝা চাপিয়൲ে দিচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না দেশ থেকে ব্যবসায়ীরা চলে যাচ্ছে কেন? কর সবাই নেয়। শিল্পপতিরা তা দেয়ও। কিন্তু বাড়তি কর আদায় করাটা ঠিক নয়।’ এভাবেই কেন্দ্রীয় সরকারকে ধুয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। আবার আশ্বস্ত করেন বাংলায় সবরকম সাহায্য করা হবে শিল্পপতিদের।
এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ–বিদেশ থেকে আগত অতিথিদের বিশেষ ধন্যবাদও জানান। এখানে⛦ মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে স্বপ্ন দেখেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ করা সকলের পক্ষে সম্ভব হয় না। ৪০টি দেশ এই বিজনেস সামিটে অংশগ্রহণ করলেন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ালেন। স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। আমরা অনেক বড় বড় জিনিস দেখি। কিন্তু তারা বেশি কর্মসংস্থান করতে পারে না। কিন্তু এমএসএমই তা পারে। আমরা এমএসেমই সেক্টরে দারুণ সাফল্য পেয়েছি। বেড়েছে কর্মসংস্থান। বাংলায় ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে।’
আরও পড়ুন: বিধায়ক শওকত মোল্লা সরাসরি পুলিশকে ধমকালেন, বিধায়ক💟ের হুঁশিয়ারিতে আলোড়ন
অন্যদিকে বাংলার উন্নয়ন নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গ্রামীণ উন্নয়ন যা ঘটেছে সেটা দেখে আসার কথা বলেন শিল্পপতিদের। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘উন্নতির কেন্দ্র এখন গ্রামবাংলা। যদি আপনার মিশন এবং ভিশন থাকে আপনি ঠিক এগোবেন। যখন দেশের কর্মসংস্থান ৪০ শ𒁏তাংশ কমেছে, তখন বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। আজকে অনেকেই শপিং মলে যান। কিন্তু ছোট ছোট দোকানগুলিতেও অনেক ব্যবসা হয়। আমি ছোট ব্যবসায়ীদের বলব নিজেদের কখনও ছোট মনে করবেন না। ব্র্যান্ডের জন্য জিনিসের দাম বেড়ে যায় শপিং মলে। আমি স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে বলব আপনারাও আপ🔥নাদের ব্র্যান্ড ব্যবহার করুন।’