আর জি কাণ্ডের প্রতিবাদে চলা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভের মুখে পড়তে হল ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং রাজ্য বিজে🏅পির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, তাঁদের দু'জনকেই এই বিষয়ে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, একমাত্র দল যাঁদের উপর দায়িত্ব দেবে, সেই নেতানেত্রীরাই এই বিষয়ে প্রকাশ্যে💯 মন্তব্য করবেন এবং বাকিরা তা থেকে বিরত থাকবেন।
উল্লেখ্য, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার একটি ভিডিয়ো সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাঁকে বলতে শোনা যায়, যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নাকি আদতে 'সেলফিশ মুভমেন্ট'! অর্থাৎ, স্বার্থপর আন্দ๊োলন।
অশোক দিন্দার এই মন্তব্য সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নেয়নি। সেটা সꦍমাজমাধ্যম ঘাঁটলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্য🍌দিকে, এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আমজনতার বিরক্তির কারণ হয়েছেন দিলীপ ঘোষও। দু'টি ঘটনাই বিজেপি শীর্ষ নেতৃত্বের নজর এড়ায়নি।
উল্লেখ্য, এর আগে আন্দো🙈লনরত জুনিয়র ডাক্তারদের কাছ থেকে 'গো ব্যাক' স্লোগান শুনতে হয়েছিল রাজ্য বিজেপির দুই হেভিওয়েট - অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালক꧃ে।
অগ্নিমিত্রা পালের ঘটনাটি ঘটেছিল বিধাননগরে, বিজেপির দলীয় কার্যালয়ের কাছেই। সেই ঘটনার পর থেকে বিজেপি নেতারা আর ওই পথ মাড়াননি। কিন্তু, বৃহস্পতিবার সেই কার্যালয়েই বৈঠক করে বিজেপি নেতৃত্ব। তাতে দিলীপ ঘোষ বা অশোক দিন্দা যোগ না দিলেও উপস্থিত ছিলেন অমিত মালব্য, মঙ্গ🦩ল পাণ্ডেরা।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ꧃বৈঠকে অমিত মালব্য রাজ♋্য নেতৃত্বকে সতর্ক করে দেন। বুঝিয়ে দেন, আর জি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কোনও সমালোচনা করা যাবে না।
কারণ, মানুষের সমর্থন আন্দোলনের পক্ষে রয়েছে। তাই, ꧟আন্দোলনকারীদের বিপক্ষে মন্তব্য করার অর্থ হল, মানুষের থেকে দূরে সরে যাওয়া। কিন্তু, অশোক ও দিলীপ দলের সেই নীতি অগ্রাহ্য করে মন্তব্য করেছেন। এমনটা যে আর করা যাবে না, তা অমিত মালব্যের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়।
উল্লেখ্য, দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর অগ্নিমিত্রা পাল এই বিষয়ে স্পষ্টতই দূরত্ব বজায় রাখেন। তিনি বুঝিয়ে দেন, দিলীপ ঘোষের মন্তব্য একান্তভাবেই তাঁর ব্যক্তিগত মতামত। একইসঙ্গে, অগ্নিমিত্রা এও বুঝিয়ে দেন তিনি এবং তাঁর দলের শীর্ষ নেতানেত্রীরা সর্বতোভাবেই জুনিয়র🅷 চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছেন এবং করবেন💜।