রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসা চলছে। তা না থামা পর্যন্ত বিধানসভা বয়কট করে চলবে বিজেপি। এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শুক্রবার বিধানসভায় বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু দেখা গেল, তাঁর ডাকা সেই বৈঠক বিধানসভায় হাজির থেকেও এড়িয়ে গেলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে🌃 জিতে আসা প্রার্থী মুকুল রায়। আর বিধানসভায় এলেনই না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
এই পরিস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় বিধানসভার অলিন্দে। কারণ শুক্রব🐎ার বিধানসভা ভবনে শপথ নিতে এসে একেবারে অন্য মেজাজে দেখা গেল মুকুল রায়কে। বিধায়ক পদে শপথ নেওয়ার দিনই নীরবতা বজায় রেখেছিলেন তিনি। এমনকী বিধানসভায় পা রেখেই তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতকের ঘরে প্রবেশ, রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে সাক্ষাৎ, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে না থাকা —নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।
বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের কথা বৃহস্পতিবারই জানানো হয়ে﷽ছিল সবাইকে। শুক্রবার দুপুরে বিধানসভায় এসে পরিষদীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দিলীপ। এটাই ছিল সূচি। কিন্তু সেখানে অনুপস্থিত রইলেন মুকুল–শুভেন্দু। মুকুলকে প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় শপথবাক্য পাঠ করান। অধিবেশন কক্ষে থাকা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় মুকুলকে। অথচ দুপুরে দিলীপের বৈঠকে যোগ না দিয়েই বিধানসভা থেকে চলে যান মুকুল রায়।
এদিকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপির এই প্রার্থীর এই আচরণে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা ফুটে উঠছিল। নন্দীগ্রামে দাঁ😼ড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন মুকুল রায়কে। তিনি অতীতের সহকর্মীর উদ্দেশ্যে বলেছিলেন, শুভেন্দুর মতো মুকুল এত খারাপ নয়। স্বভাবতই দুইয়ে দুইয়ে চার করছিলেন ক𒆙েউ কেউ। তবে তাঁদের অনুপস্থিতি নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এটা দলীয় কর্মসূচি মেনে বৈঠক নয়। তাই উপস্থিতি বাধ্যতামূলক নয়।’
এই সব নানা জল্পনার মধ্যেই এদিন বিধানসভা ভবনে দাঁড়িয়ে মুকুল রায়কে বলতে শোনা যায়, ‘দু’ একদিনের মধ্যে যা বলার বলব।’ বিধানসভায় তাঁর এই নীরবতা নিয়ে প্রশ্ন করা হলে মুকুল বলেন, ‘মানুষের জীবনে কখনও কখনও এমন দিন আসে।’ মুকুল–শুভেন্দু ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন না আরও তিন বিধায়ক— বাগদার বিশ্বজিৎ🌜 দাস, শান্তিপুর থেকে নির্বাচিত জগন্নাথ সরকার ও দিনহাটা থেকে বিধায়ক নিশীথ প্রামাণিক।