গত বিধানসভা ভোটের আগে গ্রেফতার হয়েছিলেন। শেষপর্যন্ত মাদক কাণ্ডে সাড়ে ৯ মাস পর জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ🃏্জুর করেছে।
এদিন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীকে জামিন দেন। এর আগে এই মামলায় জামিন পান রাকেশ সিং। রাকেশের পর এবার পামেলাকেও জামিন দেওয়া হল❀। পাম🦂েলার সঙ্গে সঙ্গে অভিযুক্ত সোমনাথ চট্টোপাধ্যায়কেও জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রুয়ার♎ি বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ দাবি করে, পামেলা যে গাড়িতে ছিল, সেই গাড়ি থেকে ৭৬ কোকেন পায় পুﷺলিশ। এই ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের নাম জড়ায়। রাকেশ সিংয়ের নাম প্রকাশ্যে আসার পরেই তিনি পালিয়ে যান। শেষপর্যন্ত রাকেশকে গলসি থেকে গ্রেফতার করা হয়েছিল। রাকেশ সিংয়ের নির্দেশেই এই গোটা ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন পামেলা। কোকেনকাণ্ডে বিজেপি নেতা রাকেশের বিরুদ্ধে একটা সয় শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিলেন পামেলা। পামেলা বলেছিলেন, ‘আমি জানতাম আমার বিরুদ্ধে চক্রান্ত হবে। রাকেশ সিং আমায় অন্য চোখে দেখতে শুরু করেছিল। আমি রাজি হইনি। আমাকে শারীরিক হেনস্থা করেছে।’